নিজের পরিশ্রমের টাকায় প্রথম গাড়ি কিনলেন অদ্রিজা, তাও বিএমডব্লিউ!

Adrija Roy: সব ছবি শেয়ার করে মনে রাখার মতো ক্যাপশন লিখেছেন অদ্রিজা, "আমার তাড়াহুড়োয় ভরা জীবনকে হর্সপাওয়ারে পরিণত করলাম। এটাই আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা প্রথম গাড়ি। এবার অগুনতি যাত্রার সাক্ষী হতে আমি রাজি।"

নিজের পরিশ্রমের টাকায় প্রথম গাড়ি কিনলেন অদ্রিজা, তাও বিএমডব্লিউ!
নতুন গাড়ি কিনে আদ্রিজা।
Follow Us:
| Updated on: Jul 30, 2024 | 2:55 PM

বাংলার মেয়ে এখন মুম্বইয়ের মাটি কাঁপাচ্ছেন। তাঁর নাম অদ্রিজা রায়। মুম্বইয়ে অভিনয় করছেন হিন্দি সিরিয়ালে। ইতিমধ্যেই ‘ইমলি’, ‘কুণ্ডলি ভাগ্য’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন। অতীতে বাংলা সিরিয়ালেরও ছিলেন পরিচিত মুখ। তাঁকে দেখা গিয়েছিল ‘পটলকুমার গানওয়ালা’, ‘সন্ন্যাসী রাজা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো সিরিয়ালে। মুম্বইয়ে গিয়ে অনেক নাম ও প্রতিপত্তি বেড়েছে অদ্রিজার। এবার কিনে ফেললেন একটি সুন্দর বিএমডব্লিউ গাড়িও। কালো রঙের সদ্য কেনা গাড়ির সামনে নানা ভাবে পোজ় দিয়ে ফটো তুলেছেন অদ্রিজা।

তারপর লিখেছেন মনে রাখার মতো ক্যাপশনও। অদ্রিজা লিখেছেন, “আমার তাড়াহুড়োয় ভরা জীবনকে হর্সপাওয়ারে পরিণত করলাম। এটাই আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা প্রথম গাড়ি। এবার অগুনতি যাত্রার সাক্ষী হতে আমি রাজি।”

১৯৯৯ সালের ৪ জুলাই কলকাতায় জন্ম অদ্রিজার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় কেরিয়ার শুরু করেন ২০১৬ সালে। ‘পরিণীতা’, ‘গল্পের মায়াজাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অদ্রিজা। বাংলাতেই তাঁকে কাস্ট করা হয় ‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’, ‘দুজনে’, ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর মতো ওয়েব সিরিজ়ে। ২০২২ সালে অদ্রিজা পাড়ি দেন মুম্বইয়ে। এখন সেখানেই তাঁর পাকাপাকি ঠিকানা।