Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামী দীপঙ্কর দে ময়েশ্চারাইজ়ার মাখছেন না, খুব মন খারাপ দোলনের

Dolon Roy-Dipankar Dey: ৮০ ছুঁইছুঁই অভিনেত্রী দীপঙ্কর দের বলিরেখা সুস্পষ্ট হচ্ছে। খানিকটা রোগাও হয়েছেন তিনি। কিন্তু ফিজ়িক্যালি ফিট। স্বামী চেহারার যত্ন নিচ্ছেন না, এই নিয়ে আক্ষেপ ঝরে পড়ল দোলনের কণ্ঠে।

স্বামী দীপঙ্কর দে ময়েশ্চারাইজ়ার মাখছেন না, খুব মন খারাপ দোলনের
দীপঙ্কর এবং দোলন।
Follow Us:
| Updated on: Jun 28, 2024 | 12:41 PM

‘ডায়ামন্ড দিদি জিন্দাবাদ’। সম্প্রতি এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতে শুরু করেছে। তাতে মায়ের চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী দোলন রায়। চরিত্রের নাম বৃন্দা। ‘টুম্পা অটোওয়ালি’র নায়িকা এই সিরিয়ালেরও নায়িকা। সেই সিরিয়ালে দোলন ছিলেন টুম্পার শাশুড়িমায়ের চরিত্রে। এই ধারাবাহিকেও তাই। হাসতে-হাসতে TV9 নাইন বাংলা ডিজিটালকে দোলন বললেন, “আমাদের শাশুড়ি-বউমার জুটি আবার রিপিট করছে। বিষয়টা খুবই ভাল। আমি এই মুহূর্তে শুটিং করতে যাচ্ছি। অনেকটা পথ।” অন্যদিকে তাঁর স্বামী বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ‘বঁধুয়া’ ধারাবাহিকে দাদুর চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর। তিনিও মহা ব্যস্ত। দোলনের সঙ্গে কথা হবে আর দীপঙ্কর প্রসঙ্গ আসবে না, তা হতেই পারে না। স্বামী সম্পর্কে দু’চার কথা বললেন দোলন।

দোলন বললেন, “ও খুব ভাল আছে। জমিয়ে কাজ করছে। আনন্দে থাকলেই ও ভাল থাকে।” বয়সের ভারে দীপঙ্করের চেহারা খানিক খারাপ হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ। দীপঙ্করের শরীর-স্বাস্থ্যের সম্পূর্ণভাবে দেখভাল করেন দোলনই। স্বামীর খাওয়া-দাওয়া, ঘুম–সবকিছু সময় মেনে করান তিনি। তবে স্বামী যে একেবারেই নিজের চেহারার খেয়াল রাখেন না, তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল দোলনের কণ্ঠে। অভিনেত্রী বললেন, “আর বলবেন না, আমার স্বামী একেবারেই নিজের চেহারার যত্ন নিতে চান না। বাথরুমে ছড়ানো-ছেটানো থাকে আমার প্রসাধনীর নানা সরঞ্জাম। ময়েশ্চারাইজ়ার থেকে শুরু করে আরও কত কী। সেগুলো একটাও তুলে নিয়ে মাখতে চান না আমার স্বামী। আমি বলি তো, ‘তোমার একটু ইচ্ছে করে না নিজের যত্ন নিতে’।”

এর উত্তর আছে দীপঙ্করের কাছে। স্ত্রী দোলনকে বলে বসেন, “তুমি জানো বিদেশে বলিরেখার কত দাম। যে অভিনেতার গালে যত বেশি বলিরেখা, তাঁর তত দর।” ফলে দীপঙ্করের আর নিজের দিকে তাকানোর বালাইনি।