বিতর্ক আর ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) যখন সমার্থক হয়ে গিয়েছে গত ১৫ দিনে, তখন বক্স অফিসে (Box Office) একের পর ছক্কা হাঁকিয়ে চলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipta Sen) এই ছবি। বিতর্ককে সঙ্গী করে মুক্তি পেয়েছিল এই ছবি। এখনও অব্যাহত সেই বিতর্ক। কিন্তু তার কোনও নঞর্থক প্রভাবই যে পড়েনি, ছবির ব্যবসার অঙ্ক থেকে তা একপ্রকার স্পষ্ট। তবে বিতর্কই কি শাপে বর হল? মুক্তির ১৭তম দিনে বক্সঅফিসে কত কোটির ব্যবসা করল ‘দ্য় কেরালা স্টোরি’?
মে মাসের ৫ তারিখ মুক্তি পায় সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। আর তারপরই এই ছবি নিয়ে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। বাংলায় ও তামিলনাড়ুতে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই ছবিকে। যদিও পরে বাংলায় ছবি বন্ধের প্রস্তাব খারিজ করে দেয় আদালত। তবে এর কোনও প্রভাব কি বক্স অফিসের উপর পড়েছে? বক্স অফিসের লাভের অঙ্ক বলছে, না—একেবারেই নয়। মুক্তির তিনদিনের মাথায়, মাত্র একদিনেই ১৬ কোটির অঙ্কে পৌঁছেছিল এই ছবি। আজ সোমবার, মুক্তির ১৭ দিনের মাথায় লাভের অঙ্কটা আকাশছোঁয়া। মাত্র তিন সপ্তাহে ১৯৮.৪৭ কোটির ব্যবসা করেছে বাঙালি পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’।
দেখে নেওয়া যাক শুরু থেকে এই ছবির ব্যাবসার অঙ্কটা…
প্রথম দিন – ৮.০৩ কোটি
দ্বিতীয় দিন – ১১ কোটি
তৃতীয় দিন – ১৬.৪ কোটি
চতুর্থ দিন – ১০.০৭ কোটি
পঞ্চম দিন – ১১.০৪ কোটি
ষষ্ঠ দিন -১২ কোটি
সপ্তম দিন – ১২.৫ কোটি
অষ্টম দিন – ১২.৩৫ কোটি
নবম দিন – ১৯.৫ কোটি
দশম দিন – ২৩.৭৫ কোটি
একাদশ দিন – ১০.০৩ কোটি
দ্বাদশ দিন -৯.৬৫ কোটি
ত্রয়োদশ দিন – ৮.০৩ কোটি
চতুর্দশ দিন – ৭ কোটি
পঞ্চদশ দিন – ৬.৬ কোটি
ষোড়শ দিন – ৯.৫ কোটি
সপ্তদশ দিন- ১১ কোটি
প্রসঙ্গত, এই বছরই বক্সঅফিস কাঁপিয়ে লাভের নিরিখে শীর্ষে রয়েছে এসআরকে-র ‘পাঠান’। ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, রণবীরের ‘তু ঝুটি ম্য়ায় মক্কর’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবিতে কেরলের ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে আইএসএস জঙ্গি বাহিনীতে যোগ দেওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। শুধু তাই-ই নয়, জঙ্গি ক্য়াম্পে তাঁদের দুর্বিষহ জীবনের কাহিনি ফুটে উঠেছে। কিছু রাজনৈতিক দল এই ছবিকে ‘মুসলিম প্রোপাগান্ডা’র ছবি বলেও দাগিয়েছে।