AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভুল উত্তর লিখে, খারাপ ইন্টারভিউ দিয়ে চাকরির দরজা থেকে কেন ফিরে আসতেন অভিনেতা পার্থসারথি দেব?

Partha Sarathi Deb: সেই পার্থসারথি নাটকের মঞ্চে অভিনয় করছেন অনেকগুলো বছর। সিনেমাতেও সুযোগ ঘটে তাঁর। কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেতা। বাংলার বিনোদন জগতে ৪০ বছর কাজ করার পর তাঁকে অডিশনে ডাকা হয় বছর খানেক আগে।

ভুল উত্তর লিখে, খারাপ ইন্টারভিউ দিয়ে চাকরির দরজা থেকে কেন ফিরে আসতেন অভিনেতা পার্থসারথি দেব?
পার্থসারথি দেব।
| Updated on: Feb 06, 2024 | 12:08 PM
Share

মঞ্চ-সিনেমা-সিরিয়ালের পর্দায় টানা ৪০ বছর অভিনয় করেছেন পার্থসারথি দেব। শুরু থেকেই অভিনয়কে কেন্দ্র করে তৈরি হয় তাঁর জীবন। সেই জীবনে অন্য কিছুই জায়গা করে নিতে পারেনি পার্থ সারথির। অভিনয়ব্যতিত অন্য কোনও পেশায় যেতেই চাইতেন না অভিনেতা। শুরুতে চাকরির পরীক্ষায় ডাক পেতেন। কিন্তু ভুল উত্তর এবং খারাপ ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সেই সম্ভাবনাকে মুছে ফেলেছিলেন পার্থসারথি। মায়ের অমত ছিল ছেলের অভিনয় জীবনে। কিন্তু পাশে পেয়েছিলেন বাবাকে। অভিনয়কে রোজগারের পথ হিসেবে দাঁড় করানোর কথা বলেছিলেন অভিনেতার বাবা। তিনি সফলও হয়েছেন। অভিনয় করেই বাড়ি-গাড়ি সব কিনেছেন।

সেই পার্থসারথি নাটকের মঞ্চে অভিনয় করছেন অনেকগুলো বছর। সিনেমাতেও সুযোগ ঘটে তাঁর। কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেতা। বাংলার বিনোদন জগতে ৪০ বছর কাজ করার পর তাঁকে অডিশনে ডাকা হয় বছর খানেক আগে।

এক তরুণ কাস্টিং ডিরেক্টর তাঁকে অডিশন দিতে বলেন একটি ছবিতে এক বিশেষ চরিত্রের জন্য। এক সাক্ষাৎকারে পার্থসারথি বলেছেন, “৪০ বছরে আমাকে কেউ বলেননি অডিশন দিতে। এই যুগে সেটা ঘটল। তাই পরীক্ষা দিলাম সকলের সামনে। তবে একথাও সত্যি, অভিনেতাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমিও সেটা চেষ্টা করছি করতে। নিজের মধ্যে অহংবোধ থাকলে একেবারেই হবে না।”