‘বিচ্ছেদের ভয়ানক যন্ত্রণা কাটাতে…’ নীলাঙ্কুরের সঙ্গে আয়েন্দ্রীর প্রেম হল কী ভাবে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 11, 2025 | 2:36 PM

দু’বছর ধরে গোপনে সম্পর্ক বজায় রাখার পর, নতুন বছরের শুরুতেই প্রেমের বিষয়ে সিলমোহর দিলেন ফুলকি ধারাবাহিকের খলনায়িকা আয়েন্দ্রী রায়। অভিনেত্রী জানিয়েছেন, অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছেন তিনি।

বিচ্ছেদের ভয়ানক যন্ত্রণা কাটাতে... নীলাঙ্কুরের সঙ্গে আয়েন্দ্রীর প্রেম হল কী ভাবে?

Follow Us

দু’বছর ধরে গোপনে সম্পর্ক বজায় রাখার পর, নতুন বছরের শুরুতেই প্রেমের বিষয়ে সিলমোহর দিলেন ফুলকি ধারাবাহিকের খলনায়িকা আয়েন্দ্রী রায়। অভিনেত্রী জানিয়েছেন, অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছেন তিনি। বর্তমানে নীলাঙ্কুরকে দেখা যাচ্ছে স্টার জলসার রাঙামাটি তিরন্দাজ ধারাবাহিকে। প্রথমবার তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে নিজের অনুভূতি ভাগ করে নিলেন আয়েন্দ্রী।

আয়েন্দ্রী বললেন, “আমি সবসময়ই ভেবেছি, যখন সম্পর্কে জড়াবো, তখন তা সবার সঙ্গে ভাগ করে নেব। আমাদের সম্পর্কের দু’বছর পূর্ণ হল। এতদিন কাউকে জানাইনি কারণ আমার মা একটু পুরোনোপন্থী। তিনি মনে করেন নজর লেগে যেতে পারে। মায়ের বিশ্বাসকে সম্মান জানিয়ে এতদিন কিছু বলিনি। তবে মায়ের মত অনুযায়ী ২০২৫ সালটা ভালো সময় এই সুখবরটা জানানোর জন্য। তাই এবার বলেই দিলাম। আমরা একে অপরের সঙ্গে খুব খুশি, তাই আমাদের আনন্দটা ফ্যানদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছি।”

নীলাঙ্কুর ও আয়েন্দ্রী একসঙ্গে কখনও কাজ করেননি। তবে কীভাবে শুরু হলো তাদের প্রেম? অভিনেত্রী জানালেন, “আমি যখন তিতলি করছিলাম, তখন নীলাঙ্কুর আমাকে হঠাৎ মেসেজ করেছিল। বলেছিল, আমার কাজ ওর ভাল লেগেছে। এরপর যখন আমি আলতা ফড়িং করছিলাম আর নীলাঙ্কুর কন্যাদান, তখন একদিন দেখা করার সিদ্ধান্ত নিই। একটা ক্যাফেতে আড্ডা দিলাম, সেখান থেকে শুরু হলো বন্ধুত্ব। ধীরে ধীরে বুঝলাম, আমরা এই বন্ধুত্বটাকে সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রথমে আমিই প্রোপোজ করি। যদিও শুরুতে আমি না বলেছিলাম (হাসি)। পরে ভাবলাম, প্রেমকে আরেকটা সুযোগ দেওয়া উচিত।”

পুরনো একটি সম্পর্ক ভাঙার দুঃখ থেকে বেরিয়ে আসতে নীলাঙ্কুর তাঁকে অনেক সাহায্য করেছিলেন। আয়েন্দ্রী বলেন, “আমি এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যখন আমি মোটেও খুশি ছিলাম না। ব্রেকআপের পর খুব খারাপ সময় কেটেছে আমার। সেই সময় নীলাঙ্কুর আমার জীবনে আসে এবং আমার পাশে দাঁড়ায়।” বর্তমানে আয়েন্দ্রী ফুলকি এবং নিম ফুলের মধু ধারাবাহিকে কাজ করছেন। নিম ফুলের মধু-তে মোহিনী চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন তিনি।

Next Article