তিন মাস হল ছোট পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। সম্প্রতি শোনা গিয়েছে নায়িকাকে প্রথমবার দেখা যাবে একটি ওয়েব সিরিজে। এরই মধ্যে বড় দুর্ঘটনা ঘটালেন অভিনেত্রী। দুর্ঘটনার কবলে নায়িকা। বাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন অভিনেত্রী। যাওয়ার পথেই ঘটল এই ভয়ঙ্কর ঘটনা। বাইকে করে যাচ্ছিলেন অভিনেত্রী। গাড়ির চাকা পিছলে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল TV9 বাংলার তরফ থেকে। দীপান্বিতা বললেন, “খুব চিন্তার কিছু হয়নি। আমি ঠিক আছি। পড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু ঠিক আছি। পেটে একটু লেগেছে।” কিছু দিন আগেই গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেই সেলাই কাটাতেই যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। তবে নায়িকা আশ্বস্ত করেছেন তিনি ঠিক আছেন।
প্রসঙ্গত, তাঁকে প্রথম বার ওয়েব সিরিজে দেখবেন দর্শক। ওয়েব সিরিজের নাম ‘মরিচীকা’। নতুন কাজ প্রসঙ্গে নায়িকা বলেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউ আত্মপ্রকাশের যাত্রাটি ‘ক্লিক’-এর সাথে করতে পেরেছি। আমি তাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি, এবং এখন ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সহ-অভিনেতারা দারুণ ছিলেন, এবং শুটিং সেটে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল।” এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জয়জিত্ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুব্রত গুহরায়, অনুজা রায়,জিতসুন্দর চক্রবর্তী। নতুন সিরিজ প্রসঙ্গে ‘ক্লিক’-এর কর্ণধার নীরজ তাঁতিয়া বলেছেন, “থ্রিলার সবসময়ই আমাদের বেশ কয়েকটি সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উত্তেজনাপূর্ণ থ্রিলারের একটি শক্তিশালী চিত্রনাট্যের মতো দর্শকদের আর কিছুই বেশি মুগ্ধ করে না। প্রতিটি গল্পের মাধ্যমে আমরা প্রযোজনা এবং গল্প বলার ধরণকে আলাদা ভাবে তৈরি করেছি। সাধারণ ইনডোর থ্রিলার থেকে বেরিয়ে গল্পগুলিকে একটি নতুন ক্যানভাসে নিয়ে গিয়েছি।”