ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। বড় পর্দা, ওয়েব সিরিজ থেকে ধারাবাহিক সব মাধ্য়মেই কাজ করেছেন তিনি। তাঁর ভক্ত সংখ্য়াও নেহাত কম নয়। কথা হচ্ছে অভিনেত্রী মধুরিমা বসাকের। লীনা গঙ্গোপাধ্যায়ের বেশিরভাগ সিরিয়ালেই তাঁকে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শক। ছোট পর্দার ভিলেন হিসাবেও নিজের জায়গা বেশ পাকা করে ফেলেছেন নায়িকা।
তাঁকে ‘চিনি’ সিরিয়ালেও নেতিবাচক চরিত্রে দেখেছিলেন দর্শক। তার পর অনেক দিন হল দেখা যায়নি পর্দায়। আবারও কাজে ফিরেছেন মধুরিমা। তবে এবার আর বাংলা সিরিয়াল নয়। বাংলার গন্ডি পেরিয়ে হিন্দিতে পা রেখেছেন নায়িকা। তাঁর হিন্দি সিরিয়ালের ঝলক নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এক ঝলক ভিডিয়ো পোস্ট করেন মধুরিমা।
কালার্স -এর ‘দুর্গা’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। নায়িকার চরিত্রের নাম সুহানি। শোনা যাচ্ছে এই সিরিয়ালেও অভিনেত্রীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। শুটিংও করে ফেলেছেন কিছুটা তিনি। ইতিমধ্যে সম্প্রচারও শুরু হয়ে গিয়েছে। মধুরিমা এই প্রথম নয় সম্প্রতি দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, অঙ্কিতা চক্রবর্তী-সহ অনেক অভিনেত্রীকেই দেখা যাচ্ছে হিন্দি সিরিয়ালে। অদ্রিজা তো সম্প্রতি একতা কাপুরের প্রযোজনা সংস্থায় নাম লিখিয়েছেন তিনি। উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স=প্রেম’ ছবিতে মধুরিমার অভিনয় নজর কেড়েছিল সকলের। তার পর একে একে অনেক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।