৫ ডিসেম্বর কলকাতার পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব। বেশ কিছু দিন প্রেম পর্বের পর ধুমধাম করে বিয়ে সারেন অভিনেত্রী। পায়েলের বিয়ের একগুচ্ছ ছবি এসেছে প্রকাশ্যে। পঞ্জাবিকে বিয়ে করলেও এদিন একেবারে বাঙালি সাবেকি সাজে সেজেছিলেন অভিনেত্রী। তাঁর বিয়েতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কনের সাজে পায়েলকে দেখে প্রশংসায় ভরিয়েছেন দর্শক। কিন্তু জানেন কি এক সময় জীবনে প্রেমের জন্যই বড় ধাক্কা খেতে হয়েছিল তাঁকে। এমনকি নিজের পরিবারকেও ভুল বুঝেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর পুরনো ভিডিয়ো। রচনা বন্দ্যোপাধ্যায়ের সমানে কান্নায় ভেঙে পড়েছিলেন পায়েল। সকলের সামনেই বলেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে।
‘দিদি নম্বর ১’-এর একটি বিশেষ পর্বে অতিথি হয়ে মায়ের সঙ্গে এসেছিলেন পায়েল। সেখানেই রচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। তখন পায়েলের মা বলেন, “একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। তখন আমার মনে হয়েছিল এই মুহূর্তে সেটা পায়েলের জন্য ঠিক নয়। এখন ওকে অনেক দূর এগোতে হবে। বলেছিলাম তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে তোমায় এ সব মাথা থেকে বার করতে হবে। তখন সদ্য অভিনয় শুরু করেছে। তখন আমায় ভুল বুঝেছিল।” মায়ের কথা শুনে সকলের সামনে অঝোরে কেঁদে ফেললেন পায়েল। অভিনেত্রী বলেন, “তখন আমি মা-বাবা গোটা পরিবারকে ভুল বুঝেছিলাম। কিন্তু তার পর অনুভব করতে পারি নিজের ভুলটা। মানুষটা আমায় যে ভাবে ঠকিয়েছিল সেটা এখনও ভাবতে পারি না।” যদিও এইসব ঘটনাই এখন অতীত। শিখরের সঙ্গে নিজের সংসার সাজিয়েছেন পায়েল ।