নতুন বছরে প্রকাশ্যে টলিপাড়ার আরও এক সত্যি। তাঁদের প্রেমের কথা প্রায় সবাই জানেন। তবে তাঁরা যে বিবাহিত এত দিন এ কথা কেউ জানতেন না। বছরের প্রথম দিন সেই গোপন কথাই ফাঁস করলেন অভিনেত্রী। সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। চিনতে পারছেন তাঁকে? অভিনেত্রী অহনা দত্তর কথা হচ্ছে। তাঁকে অবশ্য সবাই মিশকা নামেই চেনেন। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন নায়িকা।
তার পর অভিনেত্রীর কাজ নিয়ে যত না আলোচনা হয়েছে তার চেয়েও বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে। কাজের সূত্রেই আলাপ স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে। কিন্তু অহনার প্রেম কোনও ভাবেই মেনে নেননি তাঁর মা। প্রকাশ্যে সে কথা অনেকবারই বলেছেন অহনা। অশান্তির জন্য বাড়ি ছাড়েন। তার পর অনেক দিন দীপঙ্করের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সারেন তাঁরা। কিন্তু সে কথা গোপনেই রেখেছিলেন গত এক বছর ধরে। ২০২৫ সালের প্রথম দিনেই সে কথা ঘোষণা করলেন অহনা।
নিজেদের ফ্ল্যাটেই ছোট করে মালাদল, সিঁদুরদান থেকে ভাত কাপড় সবই হয়েছে। কিন্তু সে দিন উপস্থিত ছিলেন না অহনার মা। তবে দীপঙ্করের পরিবারের সবাই বউমাকে পেয়ে খুব খুশি। নিজেদের ঘরোয়া বিয়ের একটি মিষ্টি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অহনা। তিনি লেখেন, “প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ৬৫০স্কোয়্যার ফিটের ভাড়া ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেইদিন সবথেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। ” নিজেদের বিয়ের ভিডিয়ো ভাগ করে নিয়ে সকলের থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন অহনা।