‘এক সপ্তাহের মধ্যে ন্যায় বিচার না পেলে আমরা রাস্তায় নামব।’ নিজের এক্স হ্যান্ডেলে এমনই হুঁশিয়ারি বার্তা জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী অরিজিত্ সিং। তার পর ১৯ অগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন কলকাতার সকল সঙ্গীতশিল্পীরা। এ দিন পথে নেমেছিলেন কৌশিকি চক্রবর্তী দেশিকান, ইমন চক্রবর্তী, অনুপম রায়, শুভমিতা, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র-সহ একগুচ্ছ শিল্পীরা। তাঁদেরও একটাই বার্তা শুধুমাত্র ন্যায় বিচার চাই।
বেশ কয়েক দিন আগেই একটি বার্তা দিয়েছিলেন সঙ্গীতশিল্পী অরিজিত্। গায়কের কথার রেশ ধরেই মুখ খুললেন রূপম ইসলাম। তাঁর সঙ্গে অরিজিতের বন্ধুত্বের কথা সবাই জানেন। ২০২৩ সালেই সেই বন্ধুত্বের আঁচ পেয়েছিলেন সবাই। ‘বন্ধু’র বক্তব্যকেই আবারও স্বীকৃতি দিলেন রূপম। পথে হাঁটতে হাঁটতে সে কথাই বললেন তিনি।
এ দিন মিছিলে রূপম বলেন,”যেমন অরিজিৎ বলছে,ও আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ৬ থেকে ৭ দিন অপেক্ষা করব। তারপর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু এই দাবিকে সমর্থন করছেন। এই কথাকে। রাস্তায় নেমে এসে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এরপর আমাদের কোন পথ নিতে হবে। বা কী করতে হবে। কিন্তু মানুষ যে পথ নেবে, সামগ্রিক সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ নেব।”
২০২৩ সালে কলকাতার কনসার্টে রূপমকে অতিথি আসনে দেখে নিজের গান থামিয়ে দেন। সেই বন্ধুত্ব আরও গভীর হয়েছে আরও দিনে দিনে। উল্লেখ্য, সে দিন নিজের এক্স হ্যান্ডেলে কী লিখেছিলেন অরিজিত্? তিনি লেখেন,”দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছু বুঝব না।” সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্য়ে রাস্তায় নামর হুমকিও দিয়েছিলেন তিনি।