
আবারও খুশির হওয়ায় ভাসল লিম্বাচিয়া পরিবার। দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। প্রথম সন্তানের মতো এবারও তাঁর কোল আলো করে এল এক পুত্রসন্তান। হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর পরিবারে নতুন অতিথির আগমনের খবরে উচ্ছ্বাস অনুরাগী মহলে।
গর্ভে সন্তান নিয়েই কাজ করছিলেন ভারতী। শুক্রবার সকালে টেলিভিশন শো লাফটার শেফস-এর শুটিংয়ের জন্য নির্ধারিত সময়ে সেটে পৌঁছেছিলেন ভারতী। তবে শুটিং শুরুর আগেই আচমকাই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বামী হর্ষ লিম্বাচিয়া দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কিছুক্ষণের মধ্যেই সুস্থ সবল এক পুত্রসন্তানের জন্ম দেন ভারতী।
ভারতী ও হর্ষের প্রথম সন্তানের নাম লক্ষ্য, যাকে সবাই আদর করে ‘গোল্লা’ নামে ডাকে। এবার থেকে বড় দাদার দায়িত্ব পালন করবে সে। প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানও পুত্র হওয়ায় দম্পতির আনন্দ যে এখন দ্বিগুণ, তা বলাই বাহুল্য। যদিও ছেলে কিংবা মেয়ে নিয়ে বিন্দুমাত্র ভাবিত ছিলেন না ভারতী কিংবা হর্ষ। তাঁরা চেয়েছিলেন সুস্থ সন্তান।
কয়েকদিন আগেই ভারতী ও হর্ষ তাঁদের সুইজারল্যান্ড ভ্রমণের সময় দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ারও করেছিলেন ভারতী। মজার ক্যাপশনে তিনি লিখেছিলেন, “দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শিগগিরই আসছে।” তবে থেকেই অপেক্ষায় দিনগুন ছিলেন জুটির অনুরাগীরা। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভারতী ও নবজাতক—দু’জনেই সুস্থ রয়েছেন। অনুরাগী ও সহকর্মীদের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন জনপ্রিয় এই কমেডিয়ান দম্পতি।