সব শেষ! ভারতী সিংয়ের পরিবারে চরম বিপদ, চাইলেন সাহায্য
গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ নামক রিয়ালিটি শো'র মধ্যে দিয়ে আলোচনায় আসেন ভারতী। এ ছাড়াও বহু কমেডি শো-য়ে দেখা গিয়েছে তাঁকে। তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াও যথেষ্ট পরিচিত।
এতদিনের এত পরিশ্রম সব জলে। তিল তিল করে তোলা সাধের সবকিছু শেষ! চরম বিপাকে কমেডিয়ান ভারতী সিং। চাইলেন সাহায্য। কী ঘটেছে তাঁর সঙ্গে? দীর্ঘদিন ধরে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে একটি ইউটিউব চ্যানেল চালান ভারতী। রয়েছে তাঁর পডকাস্টের চ্যানেলও। সম্প্রতি সেটি হ্যাক হয়েছে। বহুদিন ধরে গড়ে তোলা ‘ভারতী টিভি নেটওয়ার্ক’ আর তাঁর নেই। বদলে দেওয়া হয়েছে সেটির নাম। এমনকি সেখান থেকে পোস্ট করা হচ্ছে অন্য ধরনের ভিডিয়ো।
এ নিয়ে ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন ভারতী। তিনি লেখেন, “খুব বড় সমস্যার মধ্যে পড়েছি। আমাদের পডকাস্ট চ্যানেল হ্যাক করেছে কেউ। ইতিমধ্যেই আমরা এ নিয়ে পদক্ষেপ করেছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। দয়া করে আমাদের সাহায্য করুন।”
গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ নামক রিয়ালিটি শো’র মধ্যে দিয়ে আলোচনায় আসেন ভারতী। এ ছাড়াও বহু কমেডি শো-য়ে দেখা গিয়েছে তাঁকে। তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াও যথেষ্ট পরিচিত। ২০১৭ সালে হর্ষকে বিয়ে করেন তিনি। তাঁদের এক সন্তানও রয়েছেন। যার আদরের নাম গোলা। সেই গোলার ভিডিয়োও তিনি শেয়ার করেন চ্যানেলে। আচমকাই এই খবরে মন খারাপ তাঁর ভক্তদের। দ্রুত যাতে ভারতী তাঁর ইউটিউব চ্যানেল ফেরত পান সেই কামনাই করছেন সকলে।
View this post on Instagram