‘ভুল ভুলাইয়া ২’–এর শুটিংয়ে একটার পর একটা বাধা। কিছুতেই শেষ হচ্ছে না ছবির শুটিং। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি অভিনীত এই ছবির বেশ কিছুটা অংশের শুটিং অনেক দিন আগেই হয়ে গিয়েছিল। কিন্তু কিছু অংশের শুটিং এখনও বাকি। এই বাকি অংশের শুটিং করতে গিয়েই যত বিপত্তি। যেন শনির দশা লেগেছে। কিছুতেই শেষ করা যাচ্ছে না বাকি অংশটুকু।
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, গত বছর নভেম্বরেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু সেই সময় কার্তিক আরিয়ান শুটিং করতে বাইরে যেতে রাজি হননি। অগত্যা ছবির শুটিং পিছিয়ে দিতে হয়। ঠিক হয় জানুয়ারিতে বাকি অংশের শুট করা হবে। কিন্তু এবার বেঁকে বসলেন টাবু। তিনি এই কোভিড পরিস্থিতিতে শুট করতে রাজি হলেন না। সূত্র থেকে খবর মিলেছে টাবু নাকি টিমকে জানিয়েছেন ভ্যাকসিন না নিয়ে তিনি শুট করতে ভয় পাচ্ছেন। শুধু নিজের ভ্যাকসিনের কথা ভাবছেন না নায়িকা, তিনি জানিয়েছেন গোটা টিম ভ্যাকসিন পেলে তবেই উনি শুটিং শুরু করবেন। টাবু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছবিতে। তাই টাবুর কথা ফেলা যাবে না। কিন্তু সবাই কবে ভ্যাকসিন পেতে পারে তা এখন বিশ বাঁও জলে। তাই সাত–পাঁচ ভেবে ছবির শুটিং নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন :এবার মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিষেক বচ্চন
কার্তিক আরিয়ানের হাতে এখন পর পর ছবি। এই মুহূর্তে ‘ধামাকা’–র শুটিং নিয়ে তিনি ব্যস্ত। এরপরই ‘দোস্তানা২’–এর কাজ শুরু করবেন কার্তিক।