AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিষেক বচ্চন

২২ ফ্রেব্রুয়ারি থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিষেক বচ্চন। একটি পলিটিক্যাল কমিডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

এবার মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন
| Updated on: Feb 05, 2021 | 3:10 PM
Share

২২ ফ্রেব্রুয়ারি থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিষেক বচ্চন। একটি পলিটিক্যাল কমিডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

অভিষেক বচ্চন এখন দারুণ ব্যস্ত। একের পর এক ছবি করছেন তিনি। কয়েক দিন আগেই শাহরুখ খান এবং সুজয় ঘোষ প্রোডাকশনের ‘বব বিশ্বাস’এর শুটিং শেষ করলেন তিনি। সুজয় ঘোষের মেয়ে এই ছবির পরিচালক। আজ অভিষেকের জন্মদিনও। কয়েক দিন ছুটি কাটিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।

রিচালক তুষার জলটার ‘দশভি’তে অশিক্ষিত, দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিষেক। এই সিনেমার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন লক ডাউনের সময় থেকেই ছবির ব্যাপারে তুষার জলটা এবং প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে বেশ কয়েক বার মিটিং করেছেন অভিষেক। স্ক্রিপ্ট খুব মনে ধরেছে ছোটে বচ্চনের। ২২ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু। ঘনিষ্ঠ সূত্র থেকে খবর যেহেতু ছবিটি পলিটিক্যাল কমেডি, তাই দিল্লিতে এবং তার আশেপাশে শুটিং হওয়ার সম্ভবনা বেশি।

দশভি’ তুষার জলটার প্রথম ছবি। ‘দশভি’ কথার মানে দশম শ্রেণি। সমাজে শিক্ষার ভূমিকা নিয়ে ছবির গল্প এগিয়েছে। ছবিতে মুখ্যমন্ত্রী এস এস সি ফেল। তবে ‘দশভি’ আর পাঁচটা পলিটিক্যাল ছবির থেকে একটু আলাদা। রাজনৈতিক কচকচি এই ছবিতে নেই। বরং আছে হাস্যরস। শোনা যাচ্ছে ছবিতে অভিষেক বচ্চন ছাড়াও আছেন ইয়ামি গৌতম।

আরও পড়ুন :সামনে ভ্যালেন্টাইস ডে, কী পরিকল্পনা সলমন খানের?

ভিষেকের নতুন ছবি ‘বিগ বুল আন্ডার হিস কিটি’ খুব শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। সূত্র থেকে পাওয়া খবর, ১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মালায়ালম ছবির হিন্দি রিমেকে দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।