সামনে ভ্যালেন্টাইস ডে, কী পরিকল্পনা সলমন খানের?

সামনেই আসছে ভ্যালেন্টাইস ডে। প্রেমের দিন। এই বিশেষ দিনে কী পরিকল্পনা সল্লু মিঞার?

সামনে ভ্যালেন্টাইস ডে, কী পরিকল্পনা সলমন খানের?
সলমন খান।
Follow Us:
| Updated on: Feb 05, 2021 | 2:00 PM

জীবনের ৫০ বসন্ত পেরিয়ে গিয়েছেন তিনি। কিন্তু এখনও বলিউডের (Bollywood) মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনিই। অর্থাৎ সলমন খান (Salman Khan)। বিয়ে না করলেও প্রেমে থাকেন ভাইজান। অন্তত তাঁর ঘনিষ্ঠ মহল তেমনটাই মনে করে। সামনেই আসছে ভ্যালেন্টাইস ডে। প্রেমের দিন। এই বিশেষ দিনে কী পরিকল্পনা সল্লু মিঞার?

সম্প্রতি একটি মিউজিক শো-এর লঞ্চের অনুষ্ঠানে সলমনকে ভ্যালেন্টাইস ডে-র পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সলমন বলেন, “ভ্যালেন্টাইনস ডে-র সঙ্গে আমার কী সম্পর্ক অথবা আমার সঙ্গে ভ্যালেন্টাইস ডে-র কোনও সম্পর্ক আছে কি?” তবে সকলকে ভ্যালেন্টাইস ডে-র শুভেচ্ছা জানিয়েছেন নায়ক। ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা সকলেই যেন সুস্থ থাকেন।

সলমনের পরবর্তী ছবি ‘রাধে’ মুক্তি পাবে আগামী ঈদে। এ প্রসঙ্গে সলমন লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ‘এই সময়ে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। আমি জানি, হল মালিক বা ডিস্ট্রিবিউটাররা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে রাধে রিলিজ করিয়ে আমি তাঁদের সাহায্য করতে চাই। বিনিময়ে আমি চাইব, যে সব দর্শক সিনেমা হলে আসবেন, তাঁদের সুরক্ষার ব্যবস্থা করা হোক।’

কখনও ক্যাটরিনা কইফ, কখনও বা লুলিয়া ভানটুরের সঙ্গে সলমনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। তবে কখনও প্রেমের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। ভ্যালেন্টাইস ডে-র সঙ্গে তাঁর সত্যিই কি কোনও সম্পর্ক নেই? এ জল্পনা চলবে অনুরাগী মহলে।

আরও পড়ুন, দ্বিতীয় সন্তানের জন্মের আগে কী বার্তা দিলেন করিনা?