দ্বিতীয় সন্তানের জন্মের আগে কী বার্তা দিলেন করিনা?
চলতি মাসেই পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। তার আগে ঠিক কী বললেন করিনা?
হালকা আসমানি নীল রঙের লং গাউন। মানানসই মেকআপ। ন’মাসের বেবি বাম্প স্পষ্ট। ঠিক এভাবেই ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) করিনা কাপুর খান (kareena kapoor Khan)। চলতি মাসেই পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। তার আগে ঠিক কী বললেন করিনা?
সেলেব স্টাইলিস্ট তনয়া গারভির ডিজাইন করা পোশাকে সেজে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে ক্যাশশন, ‘ন’মাস চলছে। যতদিন যাচ্ছে, আরও স্ট্রং হচ্ছি…।’ সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়েছেন, ‘নট গিভিং আপ।’ অর্থাৎ হাল ছাড়ছি না।
সইফ আগেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। নায়িকা যে পুরোপুরি সুস্থ এবং ডেলিভারির জন্য এক্কেবারে তৈরি, তা যেন স্পষ্ট হল করিনার সোশ্যাল পোস্টে। অন্তত এমটাই মনে করছেন বলি মহলের সদস্যরা।
আরও পড়ুন, বাবার হাতে ক্ল্যাপস্টিক, পরিচালক শ্রীলেখার জার্নি শুরু
প্রেগন্যান্সি পিরিয়ডে নিয়ম করে যোগাভ্যাস করেছেন করিনা। এ বিষয়ে অবশ্যই হবু মায়েদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কারণ তাঁর শরীরের জন্য যেটা উপযুক্ত, সেটা বাকিদের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। তবে গর্ভস্থ সন্তান এবং মা উভয়ের শরীর ভাল রাখতে যোগাভ্যাসের অভ্যেস গড়ে তোলার প্রতি জোর দিয়েছেন তিনি।
View this post on Instagram
প্রথম সন্তান অর্থাৎ তৈমুরের জন্মের পর দ্রুত ফ্লোরে ফিরেছিলেন করিনা। এবারও সব কিছু ঠিক থাকলে দ্রুত কাজ শুরু করে দিতে চান। করোনা পরিস্থিতির কারণে বাড়ির বাইরে বেরনো নিয়ন্ত্রণ করেছেন বটে, তবে বহু শুটিং সেরেছেন বাড়ি থেকেই। যে কোনও পরিস্থিতিতেই কাজের মধ্যে থাকলে সুস্থ থাকা যায়, এমনটাই মনে করেন করিনা।