Ankita Lokhande: পিরিয়ডস মিস! বিগবসের ঘরে অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখন্ডে?

Ankita Lokhande: মন-মেজাজ কিছুই যেন ভাল নেই অঙ্কিতা লোখন্ডের। কিছুই ভাল লাগছে না তাঁর। স্বামী ভিকি জৈনের সঙ্গে প্রায় রোজই হচ্ছে ঝামেলা। এরই মধ্যে অঙ্কিতার অনুমান তিনি মা হতে চলেছেন। একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সেখানেই স্বামী ভিকি জৈনকে অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে...

Ankita Lokhande: পিরিয়ডস মিস! বিগবসের ঘরে অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখন্ডে?
পিরিয়ডস মিস! বিগবসের ঘরে অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখন্ডে?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 16, 2023 | 5:58 PM

মন-মেজাজ কিছুই যেন ভাল নেই অঙ্কিতা লোখন্ডের। কিছুই ভাল লাগছে না তাঁর। স্বামী ভিকি জৈনের সঙ্গে প্রায় রোজই হচ্ছে ঝামেলা। এরই মধ্যে অঙ্কিতার অনুমান তিনি মা হতে চলেছেন। একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানেই স্বামী ভিকি জৈনকে অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে, “মানসিক ভাবে ক্লান্ত লাগছে আমার। মনে হচ্ছে আমি খুব অসুস্থ। আমি ঠিক নেই। আমার পিরিয়ডস হচ্ছে না। আমি বাড়ি যেতে চাই।” ভিকি কিছু বলতে গেলে অঙ্কিতা তাঁকে আবারও থামিয়ে দিয়ে বলেন, “আমি পাগল নই। আমি জানি আমি কী বলছি। রক্তপরীক্ষা হিয়েছে আমার। প্রেগন্যান্সির জন্য। ইউরিন টেস্টও হয়েছে। আমার মুড সুইং হচ্ছে। কিছু তো একটা হচ্ছে আমার।” শুধু তাই নয়, অঙ্কিতা সহ প্রতিযোগীদের এও জানান, মাঝেমধ্যেই নানা ধরনের খাবার খেতে ইচ্ছে করছে তাঁর। খিদে পাচ্ছে ঘনঘন। সত্যিই যদি এমনটা হয়, তবে অঙ্কিতাই হবেন এমন কোনও প্রতিযোগী যিনি বিগবস হাউজে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। যদিও বিগবস নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা হয়নি।

বিগত বেশ কিছু দিন ধরেই স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতানৈক্য দেখা যাচ্ছিল অঙ্কিতার। স্বামীকে কার্যত লাথি মেরে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “দূরে যা। আমার সামনে থেকে চলে যা। আমার সঙ্গে একদম কথা বলতে আসবি না। তোর সঙ্গে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভুলে যা আমাদের বিয়ে হয়েছে। তুই একা খেলতে চাস, তুই একাই কর যা খুশি। তুই এরকমই চালাক ছিলি,আজীবন। তুই আমায় ব্যবহার করেছিস। দয়া করে চলে যা আমার জীবন থেকে।” অঙ্কিতার শরীর খারাপে পাশে পাবেন ভিকিকে? ভক্তরা মনে প্রাণে চাইছেন সেটিই।