গণেশ মূর্তি তৈরি করল বিপাশার মেয়ে দেবী, তারকারা মেতেছেন গণেশ চতুর্থীতে

মঙ্গলবার, অভিনেত্রী বিপাশা বসু ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর কন্যা দেবী নিজের হাতে একটি গনেশ ঠাকুরের মূর্তি তৈরি করছে। বিপাশার অনুরাগীরা তাঁর মেয়ে দেবীকে নিয়ে একেবারে মুগ্ধ। সম্প্রতি শেয়ার করা ভিডিওতে ছোট্ট দেবীকে দেখা যায় গনেশ চতুর্থী উপলক্ষে মাটির গনেশ মূর্তি তৈরি করতে।

গণেশ মূর্তি তৈরি করল বিপাশার মেয়ে দেবী, তারকারা মেতেছেন গণেশ চতুর্থীতে

| Edited By: Bhaswati Ghosh

Aug 27, 2025 | 10:14 AM

মঙ্গলবার, অভিনেত্রী বিপাশা বসু ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর কন্যা দেবী নিজের হাতে একটি গনেশ ঠাকুরের মূর্তি তৈরি করছে। বিপাশার অনুরাগীরা তাঁর মেয়ে দেবীকে নিয়ে একেবারে মুগ্ধ। সম্প্রতি শেয়ার করা ভিডিওতে ছোট্ট দেবীকে দেখা যায় গনেশ চতুর্থী উপলক্ষে মাটির গনেশ মূর্তি তৈরি করতে। ভিডিওটিতে দেখা যায়, দেবী পুরোপুরি মনোযোগ দিয়ে সৃজনশীল প্রক্রিয়ায় নিজেকে নিমগ্ন করেছে, মনোযোগ সহকারে মাটিকে গনেশের আকৃতি দিচ্ছে। এই সুন্দর মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভালোবাসা পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা দ্রুত ভালোবাসা প্রকাশ করতে থাকেন। একজন লিখেছেন, “তুমি পারবে, ছোট্ট পরিশ্রমী রাজকুমারী। এতদিন পর তোমায় দেখে ভালো লাগছে… গণপতি বাপ্পা সবসময়ে তোমায় খুশি রাখুন। গণপতি বাপ্পা মোরিয়া।” আরেকজন লিখেছেন, “এটা কতটা সুন্দর! ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।” কেউ তাঁকে “ছোট্ট লক্ষ্মী মা” বলে ডাকেন।কেউ মন্তব্য করেছেন, “সবচেয়ে কিউট ছোট্ট শিল্পী,” আবার আরেকজন লিখেছেন, “কিউট বাপ্পা ওর কিউট ক্রিয়েটরের সঙ্গে।”আরেক অনুরাগী লিখেছেন, “এত ছোট বয়সে এত প্রতিভাবান… একেবারে মা আর বাবার মতো।”

মুম্বইয়ে ১০ দিনের গনেশ উৎসব শুরু হয়েছে বুধবার (২৭ আগস্ট), ‘গণেশ চতুর্থী’ বা ‘বিনায়ক চতুর্থী’ দিয়ে। শেষ হবে ১০ দিন পর ‘অনন্ত চতুর্দশী’ বা ‘গণেশ বিসর্জন’-এর মাধ্যমে, ৬ সেপ্টেম্বর। এবার শিল্পা শেট্টির পরিবার গণেশ চতুর্থী উদযাপন করছেন না। তবে বলিউডের অধিকাংশ তারকাকে গণেশ দর্শনে বা গণেশ পুজোতে মেতে উঠতে দেখা যাবে এই সপ্তাহ জুড়ে।