Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘থানার মধ্যে গায়ে হাত দিয়েছে, গালাগালি করেছে, জুতো ছুড়েছে’, দাবি ‘আক্রান্ত’ পায়েলের

তাঁর মিছিলের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ জোকার চেকপোষ্টে রাস্তা অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা।

'থানার মধ্যে গায়ে হাত দিয়েছে, গালাগালি করেছে, জুতো ছুড়েছে', দাবি 'আক্রান্ত' পায়েলের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 4:02 PM

কলকাতা: অভিনেত্রী তথা বিজেপি (BJP) প্রার্থী পায়েল সরকারের (Payel Sarkar) মিছিলে এ বার হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার প্রচারে বেরোলে ঠাকুরপুকুর থানার অন্তর্গত চেকপোষ্টে তাঁর মিছিলের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ জোকার চেকপোষ্টে রাস্তা অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা। এরপর অভিযোগ জানাতে গেলে থানার ভিতরেই তাঁকে ‘আক্রান্ত’ হতে হয় বলে দাবি পায়েলের।

ঘটনার সূত্রপাত রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল প্রচারে বের হলে তৃণমূল কর্মীরা তাঁর কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হন। উত্তেজনা চরমে ওঠে এলাকায়। প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করলে আবারও তৃণমূল সমর্থকেরা চড়াও হয় বলে অভিযোগ। মারধর করা হয় বিজেপি কর্মীদের।

ঘটনার পর দু’তরফেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখা হয়। ঘণ্টাখানেক পর থানার সামনে এসে উপস্থিত হন দুই দলের প্রার্থী পায়েল সরকার এবং রত্না চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে পায়েল দাবি করেন, “আমরা প্রচার করছিলাম। তখনই আচমকা এসে আমাদের উপর ওরা হামলা চালায়। মারধর করা হয়। মহিলাদেরও ছাড়েনি। সামনে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনও পদক্ষেপ করেনি।”

আরও পড়ুন: ৯০০ কোটির স্ক্যাম! অভিষেকের বাড়িতে মাসে ৩৫-৪০ কোটি টাকা পাঠাত লালা, বিস্ফোরক দাবি বিজেপির

এরপরই বিস্ফোরক দাবি করে পায়েল বলেন, “আমার গায়ে থানার মধ্যে ঢুকে হাত দিয়েছে। আমাকে গালাগালি করা হয়েছে এবং জুতো ছুড়ে মারা হয়েছে। মহিলা-সহ আমাদের ১৫-২০ জন কর্মী আহত হয়েছে।” থানার মধ্যেই কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছিলেন পায়েল। তারপরও থানার ভিতরে এই ঘটনা কীভাবে ঘটল সেটাই বড় প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন: ‘মন্দির অযোধ্যায় হচ্ছে, আর কষ্ট পাচ্ছেন দিদি’, উত্তর প্রদেশ মডেলে বাংলা গড়ার ডাক যোগীর