Hiran Chatterjee: পুলিশে অনিন্দিতা, বাবার দ্বিতীয় বিয়ের কথা উঠতেই গলা ধরে এল হিরণ-কন্যার

Hiran Chatterjee Wife: বুধবার সন্ধ্য়াতেই বিয়ে নিয়ে মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি দাবি করেন, 'অনিন্দিতাকে আগেই বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন হিরণ।' এমনকি হিরণের সঙ্গে ঋতিকার সম্পর্ক নিয়ে অনিন্দিতা জ্ঞাত ছিলেন, সেই প্রসঙ্গও তুলে ধরা হয় ওই পোস্টে।

Hiran Chatterjee: পুলিশে অনিন্দিতা, বাবার দ্বিতীয় বিয়ের কথা উঠতেই গলা ধরে এল হিরণ-কন্যার
পুলিশে প্রথমাImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jan 21, 2026 | 10:19 PM

কলকাতা: বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়ের। মঙ্গলবার বিয়ের সেই ছবি নিজেই পোস্ট করলেন তিনি। তারপর তুঙ্গে বিতর্ক। এবার মৌখিক-লড়াই পৌঁছে গেল আইনি লড়াইয়ে। বুধবার রাত ৯টা নাগাদ আনন্দপুর থানায় গেলেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়। সঙ্গী তাঁর মেয়েও। অভিনেতা হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

এদিন অনিন্দিতার আইনজীবী ঝিলাম অধিকারী বলেন, ‘একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফেসবুকে যে বিয়ের ছবি দেখা গিয়েছে, সেই ভিত্তিতেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরও অনেক আইনি কাজকর্ম রয়েছে। আমরা আপাতত সেদিকেই মন দিচ্ছি।’

আনন্দপুর থানা এলাকায় বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে মেয়ে নিয়াসার সঙ্গে থাকেন অনিন্দিতা। বুধবার সন্ধ্য়াতেই বিয়ে নিয়ে মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি দাবি করেন, ‘অনিন্দিতাকে আগেই বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন হিরণ।‘ এমনকি হিরণের সঙ্গে ঋতিকার সম্পর্ক নিয়ে অনিন্দিতা জ্ঞাত ছিলেন, সেই প্রসঙ্গও তুলে ধরা হয় ওই পোস্টে।

যদি অনিন্দিতার দাবি, ‘ওরা তো স্বীকার করে নিয়েছে বিয়ে করেছে, যেটা বেআইনি। আদালত থেকে কোনও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নোটিস আসেনি। ওই মেয়েটা বিয়ে সম্বন্ধে বোঝেটা কী? আমি তো আমার মেয়েকে এমন জীবন দিতে চাইনি। ওরা যা খুশি করুক। আমাদের ডিভোর্স হয়ে যাক। তারপর দেখি না ওঁকে (ঋতিকা) কে বিয়ে করে? বিয়ের আগে যে এতবার আত্মহত্য়া করতে যায়, সে কী রকম সংসার করে দেখব।’

এদিন মা অনিন্দিতার সঙ্গে থানায় গিয়েছিলেন মেয়ে নিয়াসাও। হিরণের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে গলা ধরে আসে তাঁর। কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, ‘আমি নিজেই সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মে এগুলি জানতে পারলাম। মা আমাকে পাঠিয়েছিল, আমি তখন দেখি। মা পাশে বসে কাঁদছিল। একটা মেয়ে হিসাবে আমার আর কী বলার থাকতে পারে?’