
আজ অভিনেতা ববি দেওলের জন্মদিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ভাই সানি দেওল। দুই ভাইয়ের সাদা কালো ছবি পোষ্ট করেছেন অভিনেতা। ভাইকে ‘লর্ড ববি’ সম্মোধন করে জানিয়েছেন জন্মদিনের মিস্টি শুভেচ্ছা। নব্বইয়ের দশকে বলিউডে জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিত ববি দেওল দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফিরেছেন। ‘বরসাত’, ‘গুপ্ত’, ‘সোলজার’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আশ্রম’, ‘অ্যানিম্যাল’-এর মতো প্রজেক্টে কাজের মাধ্যমে তিনি ফিরে এসেছেন নতুন প্রজন্মের কাছে। তাঁকে আবার কাজে ফিরতে দেখে খুশি তাঁর ভক্তরা। অভিনেতার নতুন কাজ আসার অপেক্ষায় ভক্তরা। জানেন অভিনেতার সম্পত্তি কত? ববি দেওল আর সানি দেওলের সম্পত্তির পার্থক্য শুনলে অবাক হবেন।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ববি দেওলের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০–৬৫ কোটি। সিনেমা থেকে ওয়েব সিরিজ, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও স্টেজ শো সব কিছুই করেন অভিনেতা। সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে কাজ শুরু করার পর তাঁর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা যাচ্ছে বহু রিপোর্ট থেকে। মুম্বইয়ে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে এবং রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িও।
অন্যদিকে, তাঁর দাদা সানি দেওল বহু দশক ধরে রয়েছেন অভিনয় জগতে। ‘ঘায়েল’, ‘দামিনী’, ‘বর্ডার’, ‘গদ্দর’এর মত একাধিক সুপারহিট ছবির পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১২০–১৩০ কোটি। মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি, লোনাভলার ফার্মহাউস এবং প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর নামে।
একই পরিবারে জন্ম হলেও সম্পত্তির নিরিখে দুই ভাইয়ের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়েছে। সানি দেওলের দীর্ঘ কেরিয়ার, একাধিক ব্লকবাস্টার ছবি ও ব্যবসার কারণেই এই আর্থিক ফারাক তৈরি হয়েছে।