একসময় সাড়া ফেলেছিল নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ় ‘সেক্রেড গেমস’ (Sacred Games) । এই সিরিজ়েই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) সঙ্গে যৌনতায় মাততে দেখা গিয়েছিল ‘কুকু’ ওরফে কুবরা সাইতকে। সাহসী দৃশ্যটির প্রয়োজনে সাতবার বিভিন্ন কোণ থেকে শুট করা হয়। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন ‘স্যাক্রেড গেমস’-এর কুকু। জানালেন শুটিং (Shooting)-এর পর হাউহাউ করে কেঁদেছিলেন সেদিন। নওয়াজ কেমন মানুষ সেই নিয়েও বললেন কথা। কেন কাঁদতে হয়েছিল অভিনেত্রীকে?
অনুরাগ কাশ্যপ পরিচালিত ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এ সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন কুবরা। নওয়াজ অর্থাৎ গনেশ গাইতোন্ডের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বিখ্যাত সিরিজে ছিলেন অভিনেত সইফ আলি খান ও রাধিকা আপ্তেও। সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিরিজের শুটিং-এর বিষয়ে বহু অজানা কথা জানিয়েছেন কুবরা। তাঁর কথায়, “নওয়াজ ভীষণই ভাল একজন মানুষ। আমার বেশ মনে পড়ে প্রথম দিনেই সেই দৃশ্যটির শুট করার কথা। আমাকে শুধু ওই দৃশ্যটি করতে হয়েছিল। দৃশ্যটির জন্য সাতটি টেক নেওয়া হয়েছিল। সপ্তম টেকের সময়, আমরা টানা ঠিক কত ঘণ্টা শুটিং করেছি তার হিসেব হারিয়ে ফেলেছিলাম।” অভিনেত্রী আরও বলেন, “দৃশ্য শেষে, আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম এবং উঠতে পারিনি। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। হাউ হাউ করে কেঁদেই চলেছিলাম। নওয়াজ এবং অনুরাগ কাশ্যপ আমাকে তোলেন এবং শক্ত করে ধরে রাখেন।”
এই সিরিজে কুবরা ও নওয়াজের রসায়ণ নজর কেড়েছিল দর্শকের। সহ অভিনেতা নওয়াজ সম্পর্কে বলতে গিয়ে কুবরা বলেন, “নওয়াজ সহ অভিনেতা হিসেবে অসাধারণ। ভীষণ ভালবাসি ওঁকে। ওঁ ভীষণই লাজুক। ওমন লাজুক মানুষ কমই দেখেছি। রীতিমতো ধরে বেঁধে ওঁকে দিয়ে এই দৃশ্য়টির শুট করাতে হয়েছিল। আমি ওঁর গালে চুমু খেয়ে বলতাম, চল সেক্স করি। কারণ শুটিং-এর জন্য এই পরিবেশটা তৈরি করা দরকার ছিল।” শেষমেশ গণেশ গাইতোন্ডে ও কুকুর এই বিশেষ দৃশ্য নিয়ে বিস্তর আলোচনা হয় একসময়। প্রসঙ্গত, কুবরাকে খুব শীঘ্রই দেখা যাবে ‘শেহর লাখত’ নামক ওয়েব সিরিজে। আসন্ন ওয়েব সিরিজে তাঁর সহ অভিনেতা হিসেবে রয়েছেন চন্দন রায় সান্যাল, প্রিয়াংশু পাইনুলি এবং শ্রুতি মেননকেও।