ভাইজান জ্বরে আক্রান্ত কলকাতা। অবশেষে শুরু হল বহু প্রতিক্ষিত শো ‘দাবাং ট্যুর’। ভাইজানকে (Salman Khan) দেখতে তিল ধারণের জায়গা নেই ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে। অনুষ্ঠানের শুরুটা হল সঞ্চালক মনীশ পলের খুনসুটি দিয়ে। নৃত্য পরিবেশন করলেন পুজা হেগড়ে ও আয়ুশ শর্মা ও জ্যাকলিন ফার্নান্ডেজরা (Jacqueline Fernandez)। রঙ্গবতীতে (Rangabati) নাচলেন প্রভু দেবাও। তবে যার জন্য এত আয়োজন, সেই ভাইজানের দেখা কি মিলল?
আজ শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভাইজান। সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে শুরু হয়েছে তাঁর শো। তবে এখনও দেখা দেননি সাল্লু মিঞা। তাঁকে একটিবারের জন্য দেখার আশায় অপেক্ষা করছে হাজার-হাজার চোখ। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মনীশ পাল। নামটা যখন মনীশ, খুনসুটি হবে না তা কি আর হয়! শুরুতেই খুনসুটি করে বললেন, ” আমার শ্বশুরবাড়ি বালিগঞ্জ প্লেস। আগে শ্বশুর নাচিয়েছি, এবার আপনাদের নাচাবো।” শো-এর শুরুটা হল পুজা হেগড়ে ও আয়ুশ শর্মার নাচ দিয়ে। ‘বড় লোকের বিটি লো’-তে নেচে নজর কাড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। মঞ্চে আসছেন প্রভু দেবা। রাত যত বাড়ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। তবে যাই হোক না কেন আজকের মূল ফোকাস কিন্তু ‘বজরঙ্গী ভাইজান’। তাঁরই অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন সক্কলে। অবশেষে দেখা মিলল ভাইজানের।
গতকাল, শুক্রবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছেছেন ভাইজান। তাঁকে দেখতে মাঝরাতেই বিমানবন্দর চত্বরে ভিড় জমান অনুরাগীরা। গাড়িতে ওঠার সময় ফ্যানেদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন সলমন। জানান নমস্কারও। তাঁকে দেখতে ইস্টবেঙ্গল ক্লাবে টিকিটের দাম উঠেছে ৩ লক্ষ টাকা পর্যন্ত। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় পা রেখেছেন সলমন। খুব স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে উত্তেজনার শেষ নেই ফ্যানমহলে। স্বপ্নের নায়ককে দেখতে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তাতেও ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। ক্লাব প্রাঙ্গনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ৭০০ পুলিশকর্মী।