Jawan Release Date: নির্ধারিত দিনে নয়! আরও তিন মাস পিছিয়ে গেল ‘জওয়ান’-এর মুক্তি, সামনে এল ছবির প্রথম মোশন পোস্টার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 06, 2023 | 7:19 PM

Jawan Update: 'পাঠান'-এর সাফল্যের পর এবার দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে প্যান ইন্ডিয়ার দর্শকের কাছে পৌঁছতে চাইছেন বাদশাহ। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। আরও খবর, একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Jawan Release Date: নির্ধারিত দিনে নয়! আরও তিন মাস পিছিয়ে গেল জওয়ান-এর মুক্তি, সামনে এল ছবির প্রথম মোশন পোস্টার
নির্ধারিত দিনে নয়! আরও তিন মাস পিছিয়ে গেল 'জওয়ান'-এর মুক্তি, সামনে এল ছবির প্রথম মোশন পোস্টার

Follow Us

ভক্তদের  অপেক্ষাকে আরও একটু বাড়িয়ে দিলেন বাদশাহ। জানিয়ে দিলেন ‘জওয়ান’ (Jawan)-এর মুক্তির দিন। আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের (Shahrukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান।’ সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে কিং খান নিজেই জানিয়ে দিলেন মুক্তির দিন (Jawan Release Date)। এটিই তাঁর প্রথম প্যান ইন্ডিয়া (Pan India) ছবি। হিন্দি, তামিল ও তেলেগু মোট তিনটি ভাষায় দর্শকের সামনে আসছে ‘জওয়ান।’

চলতি বছরে ফ্য়ানদের একের পর এক ছবি উপহার দিচ্ছেন বাদশাহ। ‘পাঠান’-এর পর ফের দর্শকের উন্মাদনা আরও একটু উস্কে দিতে আসছে ‘জওয়ান।’ স্থির হয়েছিল, আগামী ২ জুন ছবি মুক্তি পাবে। সেই মতোই দিন গোনা শুরু করেছিলেন ভক্তরা। তাঁদের অপেক্ষাকে আরও একটু জিইয়ে রাখল প্রযোজনা সংস্থা। আরও ৩ মাস পিছিয়ে গেল ছবির মুক্তির তারিখ। তবে দিন কয়েক আগে এ-ও শোনা গিয়েছিল, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ভিএফএক্সের কাজ শেষ হতেও আরও খানিকটা সময় লাগতে পারে। ছবির মানের কথা মাথায় রেখেই কোনওরকম তাড়াহুড়ো চাইছেন না শাহরুখ নিজেও। তাই পিছোতে পারে ছবির মুক্তি। শেষমেষ গুঞ্জনই সত্যি হল। শনিবার, ৬ মে বিকেলে নিজের ইনস্টাগ্রামে ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করে এসআরকে লেখেন, ৭ সেপ্টেম্বর আসছে ‘জওয়ান।’

‘পাঠান’-এর সাফল্যের পর এবার দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে প্যান ইন্ডিয়ার দর্শকের কাছে পৌঁছতে চাইছেন বাদশাহ। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। আরও খবর, একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্যান্ডেজ জড়ানো শাহরুখের ফার্স্ট লুক ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে অনুরাগীদের মনে। ছবির নতুন মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মাতামাতি। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান। ‘পাঠান’ বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে। ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’, বলিউডের অন্দরে এমনটাই চর্চা। ‘পাঠান’-এর সূত্রে দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় ফিরে দেশকে বলিউডের সফলতম ছবি উপহার দিয়েছেন এসআরকে। ঝড় তুলেছেন বক্সঅফিসে  তিনি বাদশাহ, ৬০ ছুঁইছুঁই বয়সেও ভক্তমনে সেই ছাপ ফেলে যাবার পরিকল্পনা করে ফেলেছেন আরও একবার। চলতি বছরে ‘জওয়ান’ ছাড়াও মুক্তি পাওয়ার কথা ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানির এই ছবির মুক্তির দিন আপাতত ধার্য করা হয়েছে এ বছরের বড়দিনে।

Next Article