ক্যাটরিনা (Katrina Kaif) নন, এবার ভিকি কৌশল খুঁজে পেলেন তাঁর জীবনের নতুন জান-কে! প্রকাশ্যেই যিনি ঘোষণা করে দিলেন, ভিকি শুধু তাঁর! সিনেমার প্রচারে গিয়ে স্ত্রী ক্যাটরিনাকে মিস করতে করতেই এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম নায়ক ভিকি কৌশল (Vicky Kaushal)। ‘জরা হটকে জরা বঁচকে ‘ ছবির (Movie) প্রচারে গিয়ে নতুন প্রেমিকার দেখা পেলেন ভিকি!
প্রসঙ্গত, আগামী মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘জরা হটকে জরা বঁচকে’ । সারা আলি খান এবং ভিকি কৌশল রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। এখন সেই ছবির জন্যই প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এমনই এক প্রচার-অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হন অভিনেতা ভিকি কৌশল। মহারাষ্ট্রের থানের ওই অনুষ্ঠানেই ঘটে এই আজব কাণ্ড! ভক্তদের তরফে, একাধিক প্রশ্নের মধ্যেই ভিকির জন্য ভেসে আসে ক্যাটরিনা সংক্রান্ত প্রশ্নও। বলা হয়, তিনি সারা আলিকে মিস করছেন কি না? উত্তরে মিস করছি বলতেই ভিকির দিকে উড়ে আসে ক্যাটরিনার নাম! সেই নাম শুনেই অভিনেতা বলেন, ‘ওকে সবচেয়ে বেশি মিস করছি!’ সোশ্যাল দুনিয়ায় ভাইরাল একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন ভিকি। কিন্তু আর একটি ভিডিওয় দেখা যাচ্ছে, এক ভক্তের সঙ্গে খুনসুটিতেও মেতেছেন অভিনেতা।
ওই মহিলাভক্ত ভিকিকে উদ্দেশ্য করে বলেন, ‘ওঁ বলেছেন ক্যাটরিনা ওঁর জান! কিন্তু আমি বলছি ভিকি কৌশল আমার জান!’ এরপরেই ভিড়ের মাঝ থেকেই ভিকির ওই ভক্ত বলেন, ‘এই জন্মে ভিকি ক্যাটরিনার। কিন্তু পরের জন্মে ওঁ শুধু আমার হবে!’ নিজের প্রতি এমন ভালোবাসার প্রকাশে মুগ্ধ হন অভিনেতা। মঞ্চ থেকে ওই ভক্তের দিকে ইঙ্গিত করেন ভালোবাসার। তিনিও বুঝিয়ে দেন ভক্তের প্রতি অভিনেতার সম্মানের কথা! নায়কের সঙ্গে সেলফি তোলেন একাধিক। ভক্তদের আলিঙ্গন করতেও দেখা যায় ভিকিকে!