
তিনি নাকি আর দেশে ফিরবেন না। বিদেশের মাটিতেই ছেলে-মেয়েকে নিয়ে পাকাপাকি থাকবেন এমটাই রটেছিল। কথা হচ্ছে অভিনেত্রী অনুষ্কা শর্মার। ছেলে অকায়ের জন্মের পর আর ভারতে ফেরেননি অভিনেত্রী। স্বামী বিরাট কোহলিও ম্যাচ শেষে লন্ডনে উড়ে যান স্ত্রী এবং তাঁর দুই সন্তানের কাছে। লন্ডনেই ছেলের জন্ম দেন অনুষ্কা। ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন নায়িকা। মাঝের সাত মাস বিদেশেই কাটিয়েছেন তাঁরা।
লন্ডনের রাস্তায় মাঝে মাঝেই ফ্রেমবন্দি হন অনুষ্কা এবং বিরাট। অবশেষে মুম্বইয়ের বিমানবন্দরে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। বহু মাস পরে নায়িকাকে দেখে যেমন উত্তেজিত ছবি শিকারীরা তেমনই খুশি খুশি দেখালো নায়িকাকেও। তাঁর পরনে ছিল কালো প্যান্ট, কালো শার্ট আর সেই সঙ্গে মানানসই একটা স্লিং ব্যাগ এবং রোদচশমা। যদিও বিমানবন্দরের বাইরে শুধুই নায়িকাকেই দেখা গিয়েছে। তাঁর সঙ্গে দেখা যায়নি স্বামী বিরাট এবং ছেলে মেয়েকে। তবে এত মাস পরে কেন তিনি দেশে ফিরেলেন? তা নিয়ে নানা ধরনের ধন্দ তৈরি হয়েছে।
বিমানবন্দরের বাইরে অনুষ্কার ছবি ফ্রেমবন্দি হতেই একগুচ্ছ প্রশ্ন সকলের মনে। কেউ লিখেছেন,”তিনি কি তবে কোনও নতুন ছবিতে সই করলেন?” আবার কারও প্রশ্ন,”কয়েক দিনের জন্য ঘুরতে এসেছেন কি তিনি?” তবে ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেরই ধারণা কোনও অনুষ্ঠানে যোগ দিতেই দেশে ফিরেছেন অভিনেত্রী। তবে এখনও অনুষ্কার তরফে কিছু জানা যায়নি। সমাজমাধ্যমের পাতায় নজর রাখলেই বোঝা যাবে ঠিক কী কারণে দেশে ফিরেছেন তিনি। অন্য দিকে তাঁর সঙ্গে বিরাটকে না দেখতে পাওয়ায় তা নিয়েও তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। সম্প্রতি বিদেশের রাস্তায় বিরাট এবং অনুষ্কার একটি ভিডিয়ো ভাইরাল হয়।
ভিডিয়োতে দেখা গিয়েছে, লন্ডনের এক রাস্তা পেরোচ্ছেন বিরাট ও অনুষ্কা। সামনে ছিলেন অনুষ্কা। তাঁর কাঁধে একটি ব্যাগ দেখা যায়। আর তাঁর পিছনেই ছিলেন বিরাট কোহলি। তাঁর পিঠে দেখা যায় একটি ব্যাগ। আর হাতে কয়েকটি শপিং ব্যাগ। নেটিজ়েনদের দাবি বিরাটকে নিজের শপিং ব্যাগ ধরিয়ে দিয়েছেন অনুষ্কা। ২০১৩ সালে বিরাট ও অনুষ্কার প্রথম সাক্ষাৎ। এরপর দীর্ঘদিন প্রেম। তারপর ২০১৭ সালে ইতালিতে বিয়ে তাঁদের। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম। আর এ বছরের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্ম হয়েছে। বিরাট ও অনুষ্কা তাঁদের সন্তানদের লাইমলাইটে আনতে চান না। সোশ্যাল মিডিয়া থেকেও তাঁদের দূরে রেখেছেন।