Ranveer-Deepika: চলছিল দীপিকার সাক্ষাৎকার, তারই মাঝে ঢুকে এ কী করলেন রণবীর!
Bollywood Gossip: যদিও ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। চলে আসার সময়, দু'জনে দু'জনকে জড়িয়ে ধরলে দীপিকা বলেন, 'কী করছি আমরা এটা?' উত্তরে রণবীর বলেন, 'আমি শুধু তোমায় হাই বলতে এসেছি।'
বেশ কিছুদিন ধরেই বলিউডের (Bollywood) অন্দরের গুঞ্জন বিবাহ সম্পর্ক ভাল নেই বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর (Ranveer Singh)-দীপিকার (Deepika Padukon)। তবে সম্প্রতি সব জল্পনার মুখে ছাই দিয়ে বিয়ে নিয়ে মুখ খুলেছেন বলিউডের ‘মস্তানি’। তিনি এখন টাইমস ম্যাগাজিনের মুখ। এই নিয়েই কাজ করছিলেন। ঠিক তখনই স্ত্রীকে সারপ্রাইজ দিতে হাজির হন রণবীর। প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল সেলেব জুটিকে (Celeb Couple)।
টাইমেসের এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে লম্বা-চওড়া কথা শেয়ার করেছেন দীপিকা। অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভালো থাকার একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য। আমরা সিনেম্যাটিক বিয়ে অথবা আশপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সবার পথচলা আলাদা ধরনের।’ যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার শোনা গেল অন্য খবর। টাইমসের সঙ্গেই একটি সাক্ষাৎকারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। পাশের ফ্লোরেই শুটিং করছিলেন রণবীর। বউকে সারপ্রাইজ দেন হঠাৎই। রণবীরকে দেখে অবাক হন দীপিকা। প্রকাশ্যে দীপিকাকে জড়িয়ে চু্ম্বন করতে যান রণবীর। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চলে আসার সময়ই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় কত বছরের দাম্পত্য় জীবন তাঁদের? উত্তরে রণবীর বলেন ১০-১১ বছর। যদিও ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। চলে আসার সময়, দু’জনে দু’জনকে জড়িয়ে ধরলে দীপিকা বলেন, ‘কী করছি আমরা এটা?’ উত্তরে রণবীর বলেন, ‘আমি শুধু তোমায় হাই বলতে এসেছি।’
২০১৮ সালে পূর্ণতা পায় রাম-লীলার প্রেম। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ভাল নেই তাঁদের সম্পর্ক। বিয়ের প্রসঙ্গে দীপিকা বলেন,স্বামী রণবীরের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। আমার খারাপ-ভাল সব সময়ের সাথী ও। ১০ বছর ধরে চিনি দু’জনে দু’জনকে। ও আমার হ্য়াপি প্লেস।” বর্তমানে দু’জনেই কাজ নিয়ে ব্যস্ত। এক কথায় দীপিকা এখন বলিউডের অন্যতম সফল ও দামি অভিনেত্রী। সম্প্রতি, দক্ষিণী তারকা প্রভাসের ‘প্রজেক্ট কে’ কাজ করছেন ‘বেশরম গার্ল’। অন্যদিকে রণবীরের পরবর্তী রিলিজ, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।