চাকরির লোভ! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দিশার বাবা জগদীশ, বড় পদক্ষেপ পুলিশের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 16, 2024 | 10:52 AM

প্রতারকের কবলে দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। নায়িকার বাবা পেশায় এক জন পুলিশকর্মী। তার পরেও খোয়ালেন ২৫ লক্ষ টাকা। পুলিশের দ্বারস্থ হয়েছে পাটানি পরিবার। ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

চাকরির লোভ! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দিশার বাবা জগদীশ, বড় পদক্ষেপ পুলিশের

Follow Us

প্রতারকের কবলে দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। নায়িকার বাবা পেশায় এক জন পুলিশকর্মী। তার পরেও খোয়ালেন ২৫ লক্ষ টাকা। পুলিশের দ্বারস্থ হয়েছে পাটানি পরিবার। ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা PTI-কে পুলিশ জানিয়েছেন, ৫ জনের এই প্রতারক দল তাঁকে আশ্বাস দিয়েছিল যে টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে।

বরেলির কোতওয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন নায়িকার বাবা জগদীশ। তিনি পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারইন্টেডেন্ট ছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি থানার ইনচার্জ ডিকে শর্মা জানিয়েছেন শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে কেস করা হয়েছে। ঠকানো চাপ দিয়ে টাকা আদায়ের জন্যই কেস করেছেন দিশার বাবা।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছেন তাঁরা এমনটাই জানিয়েছেন। এ প্রসঙ্গে নায়িকার বাবা জগদীশ জানিয়েছেন, তিনি অনেক দিন আগে থেকে শিবেন্দ্র প্রতাপ সিংকে ব্যক্তিগতভাবে চিনতেন। তিনিই তাঁর সঙ্গে বাকিদের আলাপ করে দেন এবং জানান তাঁদের সবার দারুণ রাজনৈতিক দাপট এবং পরিচিতি আছে।

যা কাজে লাগিয়ে জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ওই ধরনের কোনও উঁচু পদ পাইয়ে দেবেন। তবে তার জন্য দিতে হবে লক্ষ লক্ষ টাকা। তাই ধাপে ধাপে তাঁদের ৫ লক্ষ টাকা ক্যাশ এবং ২০ লক্ষ টাকা ব্যাঙ্কে দিয়েছিলেন জগদীশ। ২৫ লক্ষ টাকা দেওয়ার পরেও তিনি কোনও চাকরি পাননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেওয়ার। কিন্তু সেটা করেননি। তার পরেই পুলিশের দ্বারস্থ হন দিশার বাবা।

Next Article