বিচ্ছেদ হয়েছে বহুদিন! নয়-নয় করে ৯ বছর তো হবেই। তবে বন্ধুত্ব এখনও চিরন্তন। তাই এবার মুম্বইয়ের এক রেস্তোরাঁয় প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা গেল কাপুরদের বড় মেয়ে করিশ্মা কাপুরকে (Karishma Kapoor)। প্রাক্তন স্বামীর সঙ্গে ডিনার ডেটের (Dinner Date)ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। তবে কি সম্পর্ক জোড়া লাগতে চলেছে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের পোশাক পড়ে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে ডিনার সেরে বেরোচ্ছেন করিশ্মা। পাপারাৎজিদের দিকে হেসে হাতও নাড়েন তিনি। প্রাক্তন স্বামী সঞ্জয়ের মুখেও লেগেছিল সৌজন্যের হাসি। এই ভিডিয়োকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভিডিয়োর তলায় কেউ লিখছেন, ‘বাচ্চাদের জন্য এটুকু করাই যায়। ওরা তো আর কোনও দোষ করেনি।’ কারও কটাক্ষ, ‘এই এক ট্রেন্ড হয়েছে। প্রথমে ছাড়াছাড়ি হবে, তারপর নাকি বন্ধুত্ব।’ কেউ আবার দুষছেন সঞ্জয়কে। তাঁদের মতে, করীশ্মা লক্ষী মেয়ে তাই বিবাহ বিচ্ছেদের পর একাই আছেন, কিন্তু সঞ্জয়ের লজ্জা নেই তাই আবার বিয়ে করেছেন।”
তবে এটাই প্রথম নয়, এর আগেও এক সঙ্গে দেখা গিয়েছে সঞ্জয়-করিশ্মাকে। কিছুদিন আগে তাঁদের ছেলে কিয়ান রাজ কাপুরের জন্মদিনে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন সঞ্জয়। তাঁদের দুই ছেলে-মেয়ে রয়েছে কিয়ান ও মেয়ে সামাইরা কাপুর। সম্পর্ক না থাকলেও বাবা-মায়ের দায়িত্ব থেকে পিছু পা হন না তাঁরা। সেটাই স্পষ্ট। প্রসঙ্গত, ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের গলায় মালা দেন করিশ্মা। তবে মধুচন্দ্রিমায় গিয়েই বুঝেছিলেন এই বিয়ে টেকার নয়। কারণ সেখানে সদ্য বিবাহিত স্ত্রীকে নিলামে তোলেন সঞ্জয়। এরপর একের পর এক সমস্যার জেরে তিক্ত হয় সম্পর্ক। করিশ্মাকে পণের জন্য অত্যাচার করতেন সঞ্জয় ও তাঁর মা এমনটাও অভিযোগ আনেন অভিনেত্রী। জামাই দুশ্চরিত্র দাবি করেন করিশ্মার বাবা রণধীর কাপুর। অন্যদিকে সঞ্জয়ের পাল্টা অভিযোগ, করীশ্মা টাকার জন্য় এসব বলছেন। বহু অশান্তির পর ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয় এই জুটির।