Katrina Kaif Pregnancy: কবে মা হতে চান ক্যাট? বান্ধবীদের নিজের মুখেই জানালেন সেকথা

Vicky-Katrina: আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত 'টাইগার ৩'৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ ছবি নিয়ে চর্চা চললেও ক্যাটরিনার চরিত্র নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি৷

Katrina Kaif Pregnancy: কবে মা হতে চান ক্যাট? বান্ধবীদের নিজের মুখেই জানালেন সেকথা
কবে মা হতে চান ক্যাট? বান্ধবীদের নিজের মুখেই জানালেন সেকথা

| Edited By: Sneha Sengupta

May 05, 2023 | 1:41 PM

বলিউডের (Bollywood) অন্দরে নতুন গুঞ্জন। মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)? এই নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। যদিও এবিষয়ে এতদিন কোনও বাক্য খরচ করেননি ক্যাট। বিয়ের পর থেকে নিজেকে প্রচারের আলো থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বান্ধবীদের জানালেন কবে পরিবার পরিকল্পনা করছেন। কবে আসছে জুনিয়র? বান্ধবীদের ক্য়াটরিনা জানিয়েছেন,  ফারহানের ছবি ‘জি লে জা়রা’-এর পরই পরিবার পরিকল্পনার কথা ভেবেছেন ভিকি (Vicky Kaushal)-ক্যাট।

২০১৯ থেকে প্রেম শুরু। অবশেষে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। বিয়ের পর কেটেছে মাত্র দেড় বছর। এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে এই সেলেব জুটিকে ঘিরে। বিয়ের দেড় বছর হতে না হতেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জনে তোলপাড় বলিপাড়া৷ বিয়ের পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন ক্যাট৷ এরপরই শুরু হয় জল্পনা। ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জা়রা’ছবিতে কাজ করছেন অভিনেত্রী। এই ছবিতে ক্যাটের সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, এই ছবির পরেই হবে যাবতীয় পরিকল্পনা।

আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ ছবি নিয়ে চর্চা চললেও ক্যাটরিনার চরিত্র নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি৷ ছবির জন্যই কি এই পন্থা বেছে নিয়েছেন ক্যাটরিনা? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ইন্ডাস্ট্রির অন্দরের অবশ্য খবর, ছবি নিয়ে দর্শকের উত্তেজনাই জিইয়ে রাখতেই এই পন্থা বেছেছেন নির্মাতারা। এছাড়াও মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার আরও এক ছবি ‘মেরি ক্রিস্টমাস’-ও। হাতে রয়েছে বেশ কিছু ছবি। ক্যাট-অনুরাগীদের অবশ্য বক্তব্য, বারংবার সন্তান কবে আসছে এই প্রশ্ন না করে সিদ্ধান্ত তাঁকেই নিতে দেওয়া উচিৎ।