লন্ডনের শিল্পপতির মধ্যে কি পরিবারকে খুঁজে পেলেন কৃতি? প্রেম নিয়ে স্পষ্ট কথা নায়িকার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 02, 2025 | 9:51 PM

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে নাকি তিনি সম্পর্কে রয়েছেন। টিনসেল টাউনে গুঞ্জন এমনটাই। শোনা যাচ্ছে, গত বছর গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। বুঝতে পারছেন কার কথা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি নিউইয়ার ইভে নায়িকার একটি ছবি ভাইরাল হয়েছে।

লন্ডনের শিল্পপতির মধ্যে কি পরিবারকে খুঁজে পেলেন কৃতি? প্রেম নিয়ে স্পষ্ট কথা নায়িকার
ক্রিসমাসে মিস্ট্রিয়াস ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সান্টা ক্লজের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন নায়িকা।

Follow Us

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে নাকি তিনি সম্পর্কে রয়েছেন। টিনসেল টাউনে গুঞ্জন এমনটাই। শোনা যাচ্ছে, গত বছর গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। বুঝতে পারছেন কার কথা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি নিউইয়ার ইভে নায়িকার একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে চর্চিত প্রেমিকের সঙ্গেই বুঝি সময় কাটাচ্ছেন নায়িকা। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে মোটেই রাজি নন তিনি। তবে এই সময়টা যে তাঁর প্রেমেই কাটছে সে কথা স্বীকার করে নিয়েছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজের প্রেমের কথাই প্রকাশ্যে বললেন নায়িকা।

কৃতির মতে, সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন। ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমেই নিজের প্রেম ব্যক্ত করা যায়। নায়িকা বলেন, “ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তাঁর সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভাল বিষয়।”

তা হলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? উত্তরে কৃতি বলেন, “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।”

Next Article