Mandakini: বাবা ‘গুলি’ করেন মন্দাকিনীকে, রাজ কাপুরের নায়িকার সঙ্গে শুটিং সেটে কী হল এরপর?

Bollywood Actress: নিজের জীবনের আরও নানান কথা শেয়ার করেন অভিনেত্রী। শুধু তাই নয়, ভাগ করে নেন ব্যক্তিগত জীবেনের নানা কথাও।

Mandakini: বাবা গুলি করেন মন্দাকিনীকে, রাজ কাপুরের নায়িকার সঙ্গে শুটিং সেটে কী হল এরপর?

| Edited By: Sneha Sengupta

May 23, 2023 | 12:55 PM

বলিউডের (Bollywood) রেট্রো কুইনদের মধ্য়ে অন্য়তম ছিলেন মন্দাকিনী। সুপার বোল্ড লুকে বহু পুরুষের মনে একটা সময় ঝড় তুলতেন তিনি। অভিনয় ও ফ্য়াশান—এই দুইয়ের জন্যই বলিউডে বেশ নাম ছিল অভিনেত্রীর। দর্শককে ‘রাম তেরি গাঙ্গা মইলি’, ‘দুশমন’-এর মতো ছবি উপহার দিয়েছেন মন্দাকিনী (Mandakini)। সম্প্রতি জীবনের কিছু কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে-নিতে এক মজার ঘটনার কথা শেয়ার করেছেন ৫৯ বছর বয়সী এই অভিনেত্রী।

রাজ কাপুরের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ যে মনমোহিনী মন্দাকিনীর, ডেবিউ ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’-তেই তিনি আগুন ধরিয়েছিলেন পুরুষমনে। তাঁর উপচে পড়া রূপের ছটায় বুঁদ হয়ে থাকত পুরুষের দল। এই ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছিল, এক শিশুকে স্তন্যপান করানো হচ্ছে। এছাড়াও জলপ্রপাতের নীচে মন্দাকিনীর চর্চিত স্নানের দৃশ্যও নজর কেড়েছিল দর্শকের। ছবির প্রভাব এমনই পড়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে সেই সময় যে, পরবর্তীকালে উত্তরাখণ্ডের ওই জলপ্রপাতের নাম বদলে রাখা হয় ‘মন্দাকিনী’। সম্প্রতি কপিল শর্মার শো-এ অভিনেত্রাী সঙ্গীতা বিজলানির সঙ্গে হাজির হয়েছিলেন মন্দাকিনী। সেখানেই গল্প-আড্ডার মাধ্য়মে ভাগ করে নেন জীবনের অনেক অজানা কথা। অভিনেত্রী জানান, একবার তিনি শুটিং-এ ব্য়স্ত। কোথা থেকে হঠাৎই রটে যায়, তাঁর বাবা তাঁকে গুলি করেছেন। অনেকটা যেন সংবাদমাধ্যমের মুচমুচে শিরোনাম: ‘বাবার হাতে গুলিবিদ্ধ মন্দাকিনী’। কিন্তু নাহ্, বাস্তবে তেমন কোনও ঘটনাই যে ঘটেনি। অর্থাৎ নেহাতই গুজব। তবে এহেন গুজবের কথা তাঁর নিজের কানে এসে পৌঁছয়নি। কপিল শর্মার শো-এ এসে মন্দাকিনী বলেছেন, “শুটিং-এর সেটে এসে দেখি সবাই খুবই উদ্বিগ্ন। বুঝতে পারি, কিছু একটা হয়েছে। আমি নিজে থেকে তখন সকলের থেকে জানতে চাই যে, কী হয়েছে? তখনই শুনি এই গুজবের কথা।”

নিজের জীবনের আরও নানা কথা কপিল শর্মার শো-এ উপস্থিত হয়ে শেয়ার করেছেন অভিনেত্রী। শুধু তাই-ই নয়, ভাগ করে নিয়েছেন ব্যক্তিগত জীবেনের বেশ কিছু কথাও। এই শো-এ তিনি জানান, এক প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী ডাঃ কাগিউর টি রিনপোচে ঠাকুরকে বিয়ে করেছিলেন তিনি। কীভাবে আলাপ? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার মা হিমাচলের বাসিন্দা ছিলেন, সে কারণে আমরা মাঝেমধ্যেই সেখানে যেতাম। যদিও আমি নিজে কখনও সেভাবে পাহাড়ে যেতাম না। ওখানে গিয়েই ওঁর সঙ্গে দেখা হয়। এবং পরবর্তীতে আমরা বিয়েও করি।” ওই ব্যক্তি হিন্দি জানতেন না, তাই প্রথমদিকে মন্দাকিনীর মাকে অনুবাদ করে দিতে হত তাঁদের কথাবার্তা। পরে অবশ্য হিন্দি শিখে নেন। তাঁদের এক পুত্র ও কন্যাসন্তানও রয়েছে। বড় পর্দায় মন্দাকিনীকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৬ সালে ‘জোরদার’ ছবিতে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে ছিলেন গোবিন্দা।