Radhika Apte: একপেশি অভিনয়েই কি কোণঠাসা রাধিকা? বলিউডে কাজ পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 24, 2023 | 2:47 PM

Actress Radhika Apte: শুধু তাই নয় বরাবরই ব্য়াক্তি স্বাধীনতায় বিশ্বাসী রাধিকা। তাঁর কথায় উঠে এল নারীদের স্বাধীনতার প্রসঙ্গও। বললেন, "মেয়েদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। যা তাঁরা নিজেরাই নিজেকে দেবেন।"

Radhika Apte: একপেশি অভিনয়েই কি কোণঠাসা রাধিকা? বলিউডে কাজ পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
একপেশি অভিনয়েই কি কোণঠাসা রাধিকা? বলিউডে কাজ পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Follow Us

বলিউডের (Bollywood) অন্য়ধারার অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম রাধিকা আপতে (Radhika Apte)। তাঁর পরিণত অভিনয় মুদ্ধ করে দর্শককে। সম্প্রতি ‘মনিকা ও মাই ডার্লিংMonica-O-My Darling),’ ‘মিসেস আন্ডারকভার(Mrs Undercover)‘-এর মতো ছবি উপহার দিয়েছেন রাধিকা। তবে ইদানিং বেছে-বেছে বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে কি সব চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না? না কি নিজেই বেঁছে নিচ্ছেন পছন্দের চরিত্র? নেপথ্য়ের কারণ কী? সম্প্রতি ‘জ়ুম ডিজিটাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন রাধিকা। বললেন, “প্রত্য়াখ্য়ান আমাদের কাজেরই অংশ।” আর কী বলছেন ‘মনিকা ও মাই ডার্লিং’-এর এসিপি নাইডু?

সম্প্রতি নাম কিনেতে পারেনি রাধিকার ছবি ‘মিসেস আন্ডারকভার।’ এই প্রসঙ্গে সম্পর্কিত ‘জুম ডিজিটাল’-এর মুখোমুখি হয়ে রাধিকা জানান, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং। তাঁকে প্রশ্ন করা হয় কমার্শিয়াল ছবি করার গুরুত্ব ঠিক কতটা তাঁর কাছে? উত্তরে অভিনেত্রী বলেন, “প্রোজেক্টের উপর সেটা নির্ভর করে। এটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ” একই রকম চরিত্রে বার-বার ফিরে আসেন রাধিকা। এই স্টেরিওটাইপ কি ভাঙা সম্ভব? না কি তিনি অন্য চরিত্রে কাজ পান না? এই প্রসঙ্গে রাধিকার যুক্তি, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং-এ পরিণত হয়েছে। তাই যা চাই তাই পাওয়া সম্ভব নয়। আর প্রত্য়াখ্যানটা অভিনেতাদের কাজেরই অংশ।

সম্প্রতি তাঁর ছবি ‘মিসেস আন্ডারকভার’-এর মধ্য দিয়ে মহিলাদের নিয়ে তথাকথিত স্টেরেওটাইপকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাধিকা জানান, “আমাদের দেশের মহিলারা নয় কাজ করেন, নইলে গৃহবধূ। দু’পক্ষই সমানতালে সবটা সামলান। আমি মনে করি এটা থ্যাঙ্কলেস জব। তবে কাজটা ভাগাভাগি করে নেওয়া প্রয়োজন। শুধু তাই নয় বরাবরই ব্য়াক্তি স্বাধীনতায় বিশ্বাসী রাধিকা। তাঁর কথায় উঠে এল নারীদের স্বাধীনতার প্রসঙ্গও। বললেন, “মেয়েদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। যা তাঁরা নিজেরাই নিজেকে দেবেন।”

Next Article