Radhika Apte On Boldness: মেয়ের শরীর নিয়ে কখনও প্রশ্ন তোলেননি মা-বাবা, বোল্ড দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নির্দ্বিধ ‘মিসেস আন্ডারকভার’ রাধিকা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 03, 2023 | 4:08 PM

Radhika Apte: বলিউডের অন্য়ধারার অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম নাম রাধিকা আপ্তে। তাঁর পরিণত অভিনয় মুদ্ধ করে দর্শককে। তবে ব্যক্তি রাধিকার দর্শনও প্রসংশনীয়। প্রসঙ্গত, ১৪ এপ্রিল Zee5-মুক্তি পেয়েছে রাধিকা আপ্তের ছবি মিসেস আন্ডারকভার।

Radhika Apte On Boldness: মেয়ের শরীর নিয়ে কখনও প্রশ্ন তোলেননি মা-বাবা, বোল্ড দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নির্দ্বিধ মিসেস আন্ডারকভার রাধিকা
''শরীর নিয়ে লজ্জা পাওয়ার কারণ নেই' সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে সাফ জবাব রাধিকার

Follow Us

সম্প্রতি শেহনাজ় গিলের জনপ্রিয় চ্যাট শো ‘দেশি ভাইবস’ (Desi Vibes)-এ অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte)। আগামী ছবি ‘মিসেস আন্ডারকভার’ (Misses Undercover)-এর প্রোমোশনে এসেছিলেন তিনি। সেখানে রাধিকার প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ়। তাঁর প্রতিটা কথায় ধরা পড়ল মুগ্ধতা। কেরিয়ার থেকে শুরু করে পড়াশোনা, আলোচনা হয় সব নিয়েই। বাদ যায়নি অভিনেত্রীর ইংরেজ স্বামীর প্রসঙ্গও। কথায়-কথায় বোল্ড চরিত্রে অভিনয় করা নিয়ে মুখ খুললেন রাধিকা। কী বলছেন অভিনেত্রী?

অনস্ক্রিন বা অফস্ক্রিন সর্বত্রই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছেন রাধিকা। ‘পার্চড’ ছবিতে বোল্ড দৃশ্যে রাধিকার সাবলীল অভিনয় জয় করেছিল দর্শকের মন। সেই সূত্র টেনেই শেহনাজ় তাঁর কাছে জানতে চান কীভাবে সাহসী দৃশ্যে অভিনয় করেন? উত্তরে রাধিকা বলেন, “আমার মনে হয় নিজের শরীর নিয়ে লজ্জা পাওয়ার কোনও কারণ নেই।” রাধিকা আরও বলেন, “সবথেকে খারাপ যে বিষয়টা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হল শরীর নিয়ে লজ্জা। আমার মনে হয় না শরীর নিয়ে লজ্জা পাওয়ার কিছু আছে! আমরা তো এই শরীর নিয়েই পৃথিবীতে এসেছি, এটা আমাদের যন্ত্র। তাই এটাকে সম্মান করা উচিত, লজ্জা নয়।”

রাধিকার মা-বাবা তাঁর বোল্ড দৃশ্যে অভিনয়ে কখনও বাধা দিয়েছেন? শেহনাজ়ের প্রশ্নের উত্তরে রাধিকা বলেন, “আমার বাবা-মা দু’জনেই চিকিৎসক। ওঁরা নিয়মিত শরীর নিয়ে কাটাছেঁড়া করেন। আমি আসলে এটাকে সাহসী বলে মনেই করি না। এটাকে ভীষণভাবে পিছিয়ে পড়া ভাবনা বলে আমার মনে হয়। যাঁরা মনে করেন, শরীরকে সংরক্ষিত রাখা উচিত, তাঁদের এই ধ্যানধারণা বহু পুরনো বলে আমার মনে হয়। আমি স্বাধীনচেতা। শরীরকে ব্যবহার করে নিজেকে প্রকাশ করা, তাতে পোশাক পরা বা না পরার মধ্যে আমার কাছে কোনও পার্থক্য নেই।” এরপরই বাবা-মায়ের উদার মানসিকতার কথা শেয়ার করে অভিনেত্রী বলেছেন, “আমার বাবা-মা কখনও এটা নিয়ে প্রশ্ন তোলেননি। ওঁরা সবসময়ই আমার পাশে থেকেছেন। কখনও জিজ্ঞেস করেননি, এটা কেন করছো? ওটা কেন করছো? বরং ওঁরা আমার কাজের প্রশংসাই করেছেন বরাবর। মা-বাবা পাশে আছেন বলেই আমি কখনও এই বিষয়টা নিয়ে ভাবি না।” সাক্ষাৎকারের শেষে নিজের শরীরকে কেন্দ্র করে যাবতীয় ‘ইনহিবিশন’, ‘ট্যাবু’ সরিয়ে রাখার ক্ষেত্রে নির্দ্বিধ রাধিকা।  তাঁর অকপট সংযোজন, “আমি কখনও নিজের শরীর নিয়ে লজ্জা পাইনি। কখনও মনে হয়নি আমার শরীরের কিছু পরিবর্তন করার প্রয়োজন। আমি নিজেকে ভালবাসি, নিজের শরীরকেও ভালবাসি।”

বলিউডের অন্য়ধারার অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম নাম রাধিকা আপ্তে। তাঁর পরিণত অভিনয় মুদ্ধ করে দর্শককে। তবে ব্যক্তি রাধিকার দর্শনও প্রশংসাযোগ্য।
প্রসঙ্গত, ১৪ এপ্রিল Zee5-মুক্তি পেয়েছে রাধিকা আপ্তের ছবি মিসেস আন্ডারকভার। সেখানে রাধিকার সঙ্গে রয়েছেন সুমিত ব্যস, রাজেশ শর্মা। এই ছবির মাধ্যমে মহিলাদের নিয়ে তথাকথিত বিবিধ স্টেরিওটাইপকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এর আগে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাধিকা বলেছিলেন, “আমাদের দেশের মহিলারা হয় কাজ করেন, নইলে গৃহবধূ। দু’পক্ষই সমানতালে সবটা সামলান। আমি মনে করি এটা থ্যাঙ্কলেস জব। তবে কাজটা ভাগাভাগি করে নেওয়া প্রয়োজন।” শুধু তাই-ই নয়, বরাবরই ব্য়াক্তি স্বাধীনতায় বিশ্বাসী রাধিকা। তাঁর কথায় উঠে এল নারীদের স্বাধীনতার প্রসঙ্গও। বললেন, “মেয়েদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। যা তাঁরা নিজেরাই নিজেকে দেবেন।”