Rajshri Deshpande: ‘মোটা টাকা দিতে হবে…’, বোল্ড ছবি পোস্ট করে এ কী বললেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 19, 2023 | 8:00 PM

Rajshri Deshpande Controversey: বলিউডে এই ঘটনা নতুন নয়। অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উটেচে আগেও বহুবার। অ্যাওয়ার্ড শোয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই সোচ্চার মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রতিবাদে যান না কোনও অ্যাওয়ার্ড শো-এ।

Rajshri Deshpande: মোটা টাকা দিতে হবে..., বোল্ড ছবি পোস্ট করে এ কী বললেন অভিনেত্রী
পেজ থ্রি ম্যাগাজিনের মুখ হয়ে ওঠার জন্য চাওয়া হয় টাকা, ব্রা আর শর্টস পরা ছবি পোস্ট করে বিস্ফোরক অভিনেত্রী

Follow Us

পরিচালক অনুরাগ কাশ্যপের বিখ্যাত ওয়েব সিরিজ় ‘সেক্রেড গেমস (Sacred Games)’-এর শুভদ্রাকে মনে আছে? সেই সাহসী শুভদ্রা ওরফে রাজশ্রী দেশপাণ্ডে (Rajshri Deshpande) শুধু অনস্ক্রিনই নয়, অফস্ক্রিনও সমান সাহসী। এবার সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন অভিনেত্রী। পেজ থ্রি ম্যাগাজ়িনের কভার পেজের মুখ হয়ে উঠতে অথবা অ্যাওয়ার্ড শো-এ ট্রফি জেতার জন্য তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে—টুইটে (Tweet) এহেন দাবিই করেছেন অভিনেত্রী।

রাজশ্রীর পায়ে বরাবরই সর্ষে লাগানো। মাঝেমধ্যেই ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়েন, তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করে সেইসব ট্রিপের বিভিন্ন ছবি। সম্প্রতি তাঁর ট্রিপের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “ওঁরা একসময় ম্যাগাজ়িনের ফিচার হওয়ার জন্য টাকা চাইতেন।” শুধু পেজ থ্রি অথবা ফ্যাশান ম্যাগাজিনের ‘ফিচার ফেস’ হয়ে ওঠার জন্যই নয়, টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড শো-এ ট্রফি পাইয়ে দেওয়ারও প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে—টুইটের সঙ্গে সঙ্গে রাজশ্রী এই অভিযোগ করেছেন ইনস্টাগ্রামেও। কেতাদুরস্ত পোশাক পরে ম্যাগাজ়িনের কভার ফটো হয়ে ওঠার জন্য তাঁর কাছ থেকে টাকা চাওয়ার যে অভিযোগ করেছেন রাজশ্রী, তাতে এককথায় শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। একের পর এক তারকা বাহবা জানিয়ে তাঁর স্টেটাসে কমেন্ট করেছেন এরপর।টাকা কি দিয়েছিলেন রাজশ্রী? না, দেননি। পরিবর্তে কী করলেন তিনি?
অভিনেত্রী আরও লিখেছেন, “এসবে এক পয়সাও খরচ করিনি আমি। ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। নিত্যনতুন জায়গা, নতুন-নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য টাকা খরচ করতে শুরু করি। আর তাই পাহাড়, সমুদ্রের বুকে হেসেখেলে বেড়াই।” কালো ব্রা আর শর্টস পরে বোল্ড লুকে ছবি শেয়ার করে ফ্যানেদের মনেই শুধু আগুন ধরাননি অভিনেত্রী, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করেও ঝড় তুলেছেন রাজশ্রী। অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় রাজশ্রীর ছবিতে  কমেন্টে লিখেছেন, অনেক ভালবাসা পাঠালাম। তুমি তোমার সেরা জীবন কাটাচ্ছো।”

বলিউডে এই ঘটনা নতুন নয়। অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উটেচে আগেও বহুবার। অ্যাওয়ার্ড শোয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই সোচ্চার মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্রতিবাদে যান না কোনও অ্যাওয়ার্ড শো-এ। অভিনেতা অজয় দেবগনও রয়েছেন এই তালিকায়। বলিউডের ‘সিঙঘম’ও মনে করেন এই ধরনের অ্য়াওয়ার্ড শোয়ে স্বচ্ছতার অভাব রয়েছে এবং আয়োজকদের মূল উদ্দেশ্যই হল টাকা কামানো। প্রসঙ্গত, বলিউডে রাজশ্রীর পরিচিতি আজ নয়, পান নলীনের ছবি ‘অ্যাঙ্গরি ইয়ং গডেসেস’-এ লক্ষীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন রাজশ্রী।

Next Article