Rimi Sen: ‘প্রায় ১০ বার…’ মানসিক হয়রানির শিকার রিমি সেন,বড় পদক্ষেপ নায়িকার?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 22, 2024 | 3:10 PM

Bollywood: একটি গাড়ির কোম্পানির বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা দায়ের করলেন অভিনেত্রী রিমি সেন। নবনীত মোটরস, জাগুয়ার ল্যান্ড রোভার এবং সতীশ মোটরসের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছেন নায়িকা। সেখানে অবশ্য রিমি নয় শুভমিত্রা সেন নামেই নোটিসটি গিয়েছে। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, গাড়ি প্রস্তুতকারীদের সঙ্গে বার বার নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

Rimi Sen: প্রায় ১০ বার... মানসিক হয়রানির শিকার রিমি সেন,বড় পদক্ষেপ নায়িকার?

Follow Us

একটি গাড়ির কোম্পানির বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা দায়ের করলেন অভিনেত্রী রিমি সেন। নবনীত মোটরস, জাগুয়ার ল্যান্ড রোভার এবং সতীশ মোটরসের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছেন নায়িকা। সেখানে অবশ্য রিমি নয় শুভমিত্রা সেন নামেই নোটিসটি গিয়েছে। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, গাড়ি প্রস্তুতকারীদের সঙ্গে বার বার নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নোটিস অনুসারে, ২০২২ সালের ২৫ অগস্ট নায়িকার গাড়ি পিছন থেকে একটি পিলারে ধাক্কা মারে। এই ঘটনাটি ঘটেছিল কারণ তাঁর গাড়ির পিছনের ক্যামেরাটি ঠিক করে কাজ করছিল না। তার পরেই বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কারণ, গাড়ির কোম্পানির ‘আফটার সেল সার্ভিস’ খুবই খারাপ। যে কারণে, মানসিক টানাপড়েনও হয়েছিল তাঁর। রিমি জানিয়েছেন, তাঁকে খুবই হয়রানি পোহাতে হয়েছে। তাই ক্ষতিপূরণ চেয়ে নোটিস জারি করেন অভিনেত্রী।

রিমির আইনি নোটিসে লেখা হয়েছে যে তিনি এই গাড়ি যে দিন থেকে চালাচ্ছেন তার পর থেকে প্রায় ১০ বার গাড়িটি মেরামতের জন্য নিয়ে গিয়েছেন। তার পরে এখনও পুরোপুরি মেরামত হয়নি। এই ক্ষতি এবং মানসিক হয়রানির জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন নায়িকা। এখানেই শেষ নয়। আইনি খরচের জন্য আরও ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছে কোম্পানির থেকে।

এ প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাত্‍কারে বলেন,”এই গাড়ি কোম্পানি ও তাঁদের পরিষেবা নিয়ে আমি সম্পূর্ণ হতাশ। গ্রাহকদের প্রতি তাঁদের মনোভাব ভীষণই খারাপ। আমার গাড়ি পিলারে ধাক্কা খেয়েছিল, তবে এটা অন্য কোথাও অন্য মানুষের সঙ্গেও ঘটতে পারত। এক্ষেত্রে জীবনহানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অসতর্কতার কারণে অন্য কারও প্রাণ যেতে পারত, আমিও মারা যেতে পারতাম, তাই ক্ষতিপূরণের জন্য আমি ৫০ কোটির মামলা করেছি। কারণ, যে ধরনের মানসিক হেনস্থার মুখে আমাকে পড়তে হয়েছে, তার জন্য এটা আমার প্রাপ্য। আশা করি ন্যায়বিচার পাব। আমার আইনজীবী পুষ্প গণেদিওয়ালা অ্যান্ড কোং আইনি প্রক্রিয়ার পুরো বিষয়টি দেখছেন।” উল্লেখ্য অনেক দিন নায়িকাকে দেখা যায়নি সিলভার স্ক্রিনে। তাঁকে শেষ বার দেখা দিয়েছিল বিগ বসের বাড়িতে।

Next Article