Bollywood Controversy: কাজ পেতে প্রশ্নের মুখে ফেলতে চাননি ব্যক্তিচরিত্রকে, ‘নো মিনস নো’ বলেছিলেন যে নায়িকারা…
Casting Couch: কাজ পেতে কোনও পরিচালক বা অভিনেতার সঙ্গে সমঝোতা নয়। কেরিয়ারের শুরু থেকেই স্পষ্ট ভাষায় 'না' বলতে দ্বিধা বোধ করেননি যাঁরা।

- কঙ্গনা রানাওয়াত- কাস্টিং কাউচের শিকার কঙ্গনা রানাওয়াত অতীতে একাধিকবার হিয়েছেন। সেই তথ্য তুলে ধরেই জানিয়েছেন, কেরিয়ারে নয়া ব্রেক পেতে আপস করতে কোনও দিনই রাজি ছিলেন না তিনি। আর করেননি কোনও দিনও।
- রাধিকা আপতে- রাধিকা আপতে একাধিকবার সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণ বশত। তবে তিনি কোনও দিন কাজ পেতে পরিচালক বা অভিনেতার কুপ্রস্তাবে রাজি হননি। জানিয়েছেন নিজের মতামত স্পষ্টই।
- রবিনা টন্ডড- রবিনা টন্ডন স্পষ্টই জানিয়েছিলেন, যে কেরিয়ারের শুরুতে একাধিকবার সমস্যা পড়তে হয়েছে তাঁকে। ছিল না কোনও গড ফাদার। তাই বলে কোনওদিন কারুর কুপ্রস্তাব গ্রহণ করেননি সেলেব।
- অঙ্কিতা লোখান্ডে- কেরিয়ারের শুরুতে যখন বহু কুপ্রস্তাব পেয়েছিলেন অঙ্কিতা। ১৯-২০ বছর বয়সে বারে বারে সমস্যার মুখে পড়়েছিলেন তিনি। তবে ধৈর্য ধরেছিলেন, কোনওদিন নিজের মতামত স্পষ্ট করতে পিছপা হননি তিনি।
- মল্লিকা শেরাওয়াত- একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে মল্লিকা শেরাওয়াতের জীবনে। পোশাক ছেকে চুমু প্রসঙ্গে তিনি বারে বারে ভাইরাল। তাই বলে কেরিয়ারে কোনও রকমের কুপ্রস্তাব মানেননি তিনি কোনোদিন।

কলকাতায় ১০০ টাকায় চশমা-সানগ্লাসের মার্কেটটা জেনে রাখুন

যদি পিণ্ডদান না করা হয়, কী হবে জানেন? গরুড় পুরাণ বলছে...

আপনি গর্বিত হিন্দু? কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে মোট ক'টি পুরাণ রয়েছে?

২ টাকার পান পাতার কামাল, এ ভাবে খেলে বাঁচবে কাঁড়ি কাঁড়ি টাকা!

মানি প্ল্যান্টের সবুজ পাতা হচ্ছে হলুদ? আটকাতে করুন এই ছোট্ট কাজ

ভারতের কোন মন্দির সবচেয়ে বেশি জিএসটি দেয় জানেন?