Bollywood Controversy: কাজ পেতে প্রশ্নের মুখে ফেলতে চাননি ব্যক্তিচরিত্রকে, ‘নো মিনস নো’ বলেছিলেন যে নায়িকারা…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 18, 2022 | 7:36 PM
Casting Couch: কাজ পেতে কোনও পরিচালক বা অভিনেতার সঙ্গে সমঝোতা নয়। কেরিয়ারের শুরু থেকেই স্পষ্ট ভাষায় 'না' বলতে দ্বিধা বোধ করেননি যাঁরা।
Ad
Follow Us
কঙ্গনা রানাওয়াত- কাস্টিং কাউচের শিকার কঙ্গনা রানাওয়াত অতীতে একাধিকবার হিয়েছেন। সেই তথ্য তুলে ধরেই জানিয়েছেন, কেরিয়ারে নয়া ব্রেক পেতে আপস করতে কোনও দিনই রাজি ছিলেন না তিনি। আর করেননি কোনও দিনও।
রাধিকা আপতে- রাধিকা আপতে একাধিকবার সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণ বশত। তবে তিনি কোনও দিন কাজ পেতে পরিচালক বা অভিনেতার কুপ্রস্তাবে রাজি হননি। জানিয়েছেন নিজের মতামত স্পষ্টই।
রবিনা টন্ডড- রবিনা টন্ডন স্পষ্টই জানিয়েছিলেন, যে কেরিয়ারের শুরুতে একাধিকবার সমস্যা পড়তে হয়েছে তাঁকে। ছিল না কোনও গড ফাদার। তাই বলে কোনওদিন কারুর কুপ্রস্তাব গ্রহণ করেননি সেলেব।
অঙ্কিতা লোখান্ডে- কেরিয়ারের শুরুতে যখন বহু কুপ্রস্তাব পেয়েছিলেন অঙ্কিতা। ১৯-২০ বছর বয়সে বারে বারে সমস্যার মুখে পড়়েছিলেন তিনি। তবে ধৈর্য ধরেছিলেন, কোনওদিন নিজের মতামত স্পষ্ট করতে পিছপা হননি তিনি।
মল্লিকা শেরাওয়াত- একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে মল্লিকা শেরাওয়াতের জীবনে। পোশাক ছেকে চুমু প্রসঙ্গে তিনি বারে বারে ভাইরাল। তাই বলে কেরিয়ারে কোনও রকমের কুপ্রস্তাব মানেননি তিনি কোনোদিন।