
সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা এক কথায় মিলিয়ান ছাপিয়ে, আর এই জনপ্রিয়তাকেই অস্ত্র করে কোটি কোটি টাকা আয় করে থাকেন সেলেবমহল। একটা পোস্টের জন্য কত টাকা পকেটজাত করেন জানতে অবাক হবেন।

প্রিয়াঙ্কা চোপড়া- প্রমায় ২ কোটি, একটি পোস্টের জন্য তিনি নিয়ে থাকেন ১ কোটি ৮৭ লক্ষ টাকা। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৫৭.৪ মিলিয়ান।

আলিয়া ভাট- ১ কোটি টাকা আয় করেন আলিয়া প্রতি পোস্ট পিছু। কোনও বিজ্ঞাপন হোক বা কোনও প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেওয়া হক, আলিয়া তার জন্য নিয়ে থাকেন ১ কোটি টাকা। ভক্তের সংখ্যা ৪৯.৭ মিলিয়ান।

শাহরুখ খান- কিং খানের মোট ফলোয়ারের সংখ্যা ২২.৬মিলিয়ান, তিনি নিয়ে থাকেন একটি পোস্টের জন্য ৮০ লাখ থেকে ১ কোটি টাকা।

অমিতাভ বচ্চন- তিনি একটি পোস্টের জন্য নিয়ে থাকেন ৪০ থেকে ৫০ লাখ টাকা।

রেখা- রেখারও বর্তমানে আয়ের মূল উৎস হল বর্তমানে বিভিন্ন রিয়ালিটি শো ও সোশ্যাল মিডিয়ার পাতা। তিনিও মোটের ওপর ৪০ লাখের কাছাকাছিই চার্জ করে থাকেন।