‘ও আমাদের প্রার্থনার ফসল’, মেয়ের কী নাম রাখলেন দীপিকা-রণবীর?
Deepika-Ranveer: ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং এবং দীপিকার বাড়িতে এসেছে মা লক্ষ্মী। আর কিছু দিন বাদেই দুমাস বয়স হয়ে যাবে তারকা দম্পতির একরত্তির। মেয়ে হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক ঝলকও দেখা যায়নি খুদে এবং তাঁর মেয়ের। দীপাবলির সময়ে অবশেষে দেখা পাওয়া গেল তারকা দম্পতির একরত্তি।
৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং এবং দীপিকার বাড়িতে এসেছে মা লক্ষ্মী। আর কিছু দিন বাদেই দুমাস বয়স হয়ে যাবে তারকা দম্পতির একরত্তির। মেয়ে হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক ঝলকও দেখা যায়নি খুদে এবং তাঁর মেয়ের। দীপাবলির সময়ে অবশেষে দেখা পাওয়া গেল তারকা দম্পতির একরত্তি।
না তবে মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে অপেক্ষার দিন শেষ। দীপিকা-রণবীরের রাজকন্যার ঝলক তো মিললই। সেই সঙ্গে তারকা দম্পতি প্রকাশ্যে আনলেন মেয়ের। তাঁদের এত দিনের প্রার্থনার ফসল সে। তাই মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। অর্থাত্ প্রার্থনা। তবে এই নাম শুনে আবার খুশি নন দর্শকের একাংশ। এরই মধ্য়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁদের মতে দুয়া আসলে একটি আরবি শব্দ। একজন হিন্দু হয়ে এই ধরনের নাম কেন রেখেছেন তাঁরা। মেয়ের নাম তো প্রার্থনাও রাখতে পারতেন। তবে কোনও বিতর্কেই কান দিতে রাজি নন তাঁরা।
View this post on Instagram
উল্লেখ্য, রণবীর কাপুরের ঘরেও কন্যা সন্তান, রণবীর সিং-এর ঘরেও কন্যা সন্তান। যদিও এখনও রণবীর সিং কিংবা দীপিকা পাড়ুকোন এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেননি। প্রসঙ্গত, শুক্রবার ছিল গণেশ চতুর্থী। আর মহারাষ্ট্রে এদিন বিশাল ধূমধামে পুজো করা হয়। গোটা মহারাষ্ট্র তাই গণপতী বাপ্পাকে নিয়ে ব্যস্ততা তুঙ্গে। দিকে দিকে আলো রসনাই আয়োজন। আর তারই মাঝে শেষ বেলায় সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন এই জুটি। সেই ভিডিয়ো হয়েছিল ভাইরাল। সাদা কুর্তাতে রণবীর ও দীপিকার পরণে সবুজ শাড়ি। যা সকলের নজর কাড়ে। জুটিকে দেখা মাত্রই সকলেই ভালবাসা ও আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সকলে।