Akhil Mishra Death: প্রয়াত ‘3 Idiots’-এর দুবে, রান্নাঘরে দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা অখিল মিশ্রর
Actor Death: না ফেরার দেশে '3 Idiots'-এর সেই লাইব্রেরিয়ান দুবে। তাঁর স্ত্রীও পেশায় অভিনেত্রী, নাম সুজেন। হায়দরাবাদে মৃত্যু ঘটে অভিনেতার। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ৬৭ বঠর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। হায়দরাবাদে শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি।
প্রয়াত অভিনেতা অখিল মিশ্র। টিভি সিরিয়াল থেকে শুরু করে বড়পর্দা। একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সুস্থই ছিলেন তিনি। আচমকাই বুধবার বিপদ ঘটে যায় অখিলের পরিবারে। রান্নাঘরে চেয়ারে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করছিলেন অভিনেতা। হঠাৎই পিছলে যায় চেয়ার, পরে যান অভিনেতা। বুকে আঘাত লাগে। ডাক্তারদের অনুমান পরে যাওয়ার সময়ই হৃদযন্ত্র বিকল হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে রান্নাঘর থেকে উদ্ধার করে তড়িঘড়ি হা,পাতালে নিয়ে যাওা হয়। সেখানে ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। অখিল মিশ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও অ্যাক্টিং কোচ কুলবিন্দর বক্সী।
না ফেরার দেশে ‘3 Idiots’-এর সেই লাইব্রেরিয়ান দুবে। তাঁর স্ত্রীও পেশায় অভিনেত্রী, নাম সুজেন। হায়দরাবাদে মৃত্যু ঘটে অভিনেতার। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ৬৭ বঠর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। হায়দরাবাদে শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। ডন, গান্ধী মাই ফাদার, শিখর-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বহু টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। উত্তরণ, উদান, সিআইডি, শ্রীমান-শ্রীমতী, হাতিম-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।