Nude Photo Shoot: নেটিজ়েনদের নজর এড়িয়ে, রণবীর সিংয়ের আগেই রাহুল খান্না করেছিলেন একই রকম শুট!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 27, 2022 | 10:09 PM

Nude Photo Shoot: তিনিও যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। হাঁটুর বয়সি নায়িকাও করেন ‘স্টক’!

Nude Photo Shoot: নেটিজ়েনদের নজর এড়িয়ে, রণবীর সিংয়ের আগেই রাহুল খান্না করেছিলেন একই রকম শুট!
রণবীরের মতো রাহুলকে পড়তে হয়নি ট্রোলের মুখে

Follow Us

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট সোশ্যাল মিডিয়াতে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু তাঁর আগেই বিনোদ খান্না পুত্র রাহুল খান্না সেমি ন্যুড ছবি দিয়েছিলেন তাঁর ইনস্টাগ্রামে। সেই ছবিতে রাহুল শুধু একটি বালিশের সাহায্য নিয়েছেন। তিনিও যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। হাঁটুর বয়সি নায়িকাও করেন ‘স্টক’! হ্যাঁ কফি উইথ করণে এসে সেই কথা নিজেই জানিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর। কী বলেছেন জাহ্ণবী এই নিয়ে? সম্প্রতি কফি উইথ করণ সিজিন ৭ শো-তে জাহ্নবী কাপুর রাহুল খান্নার ইনস্টাগ্রাম ‘স্টক’ করার কথা প্রকাশ করেন কারণ তিনি তাঁকে ‘হট’ বলেই মনে করেন। আর তিনি যে ভুল বলেন না, তা ওই ফটোশুটের ছবি দেখলেই বোঝা যায়। রাহুল খান্না এটা করেছেন রণবীরের আগেই। তবে কেন এটি আশ্চর্যজনকভাবে নেটিজ়েনদের নজরে  পড়েনি সেটাই খবর।

রাহুল খান্নার বলিউড সফর ভাল নয়।  তবে তিনি এখনও হারিয়ে যাননি। ‘কভি খুশি কভি গম’ ছবিতে বেবো যেমন বলেছিলেন, সবই তাঁর ‘ভালো চেহারা, সুন্দর চেহারা এবং সুন্দর চেহারা’ এর কারণে, রাহুলও তেমনই নিজের সৌন্দর্যের জন্য ইনস্টাগ্রামে রাজ করছেন। প্রায় ৫০ বছর বয়স তাঁর। কিন্তু তাঁর ছবি দেখলে সেই কথা বিশ্বাস করবেন না কেউ-ই। নইলে জাহ্ণবীর মতো ২০-কোটার নায়িকাও তাঁকে ‘স্টক’ করনে! ইনস্টাতে তাঁর সমস্ত প্রেমিকা এবং অনুগামীদের জন্য একটি ওই ফটোশুট ছিল উপহার। সে আলাদা কথা নেটিজ়েনরা তা নজর করেননি। নইলে রণবীরের মতো ট্রোলড হতে হত।

অন্যদিকে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট সম্পর্কে কথা বলার সময় তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনসহ বলিউডের সকলের কাছে  সাহসী হওয়ার জন্য প্রশংসা পেয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেকেই এটি ভালভাবে নেননি। বরং এর কারণ ‘গালি বয়’ ছবির নায়ককে নগ্ন শুটের জন্য নানা  বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। এই ‘তথাকথিত আপত্তিকর’ ফটোশুটের মাধ্যমে একজন মহিলার শালীনতাকে ক্ষুব্ধ করার জন্য অভিনেতার বিরুদ্ধে একটি মামলাও  করা হয়েছে।

 

Next Article