কী করে সম্ভব? এই একটি প্রশ্নই এখন সকলের মুখে ঘুরপাক খাচ্ছে। নেপথ্যে একটি ছবি। যে ছবিটি সইফ আলি খান ও করিনা কাপুরের ছোট ছেলে জাহাঙ্গীরের। বয়স মাত্র ৩ বছর, অথচ মুখে কিনা মদের বোতল! ‘মানে টা কী’? প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তরা। ঠিক কী ঘটেছে?
বড়দিনের মরসুমে পতৌদি প্যালেসে গিয়েছেন করিনা ও সইফ। সঙ্গে গিয়েছেন তাঁদের দুই ছেলে। সেখান থেকেই এক ছবি ভাইরাল হয়েছে।, যে ছবিতে দেখা যাচ্ছে ছোট ছেলেকে কোলে নিয়ে বসে আছেন সইফ আলি খান। ছেলের হাতে এক মস্তবড় ওয়াইনের বোতল। সেই বোতলের মুখই সে মুখে নিয়ে বসে আছে। বাবা যদিও তাপউত্তাপ হীন। দামি ওই মদের বোতলের দাম প্রায় ৬ কোটি টাকা! বাচ্চার হাতে মদের বোতল দেখেই চরম সমালোচিত হয়েছেন নবাব ও তাঁর পরিবার। কেন এই টুকু বয়সেই মদ হাতে? প্রশ্ন তুলেছেন সকলেই।
প্রসঙ্গত, বছরের শেষটা কাজ থেকে খানিক ছুটি। পরিবারের সঙ্গেই কাটাতে চান সইফ ও তাঁর পরিবার। সেই মতোই এই পরিকল্পনা। তবে তাঁরা তারকা। তাই ট্রোলিং তাঁদের পিছু ছাড়ে না। ছবি নিয়ে ট্রোলের মাঝে আপাতত চুপ দু’জনেই। সমালোচনায় মুখ খোলেন কিনা, এখন শুধু সেটাই দেখার।