টেলিভিশন অভিনেত্রীকে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগ, গ্রেফতার এক

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 22, 2021 | 7:03 PM

TV actress and model: সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত বুধবার। গোপন সূত্রে খবর পেয়ে খরিদ্দার সেজে ওই মহিলার কাছে আবেদন করেন মুম্বই পুলিশের এক অফিসার।

টেলিভিশন অভিনেত্রীকে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগ, গ্রেফতার এক
-প্রতীকী চিত্র।

Follow Us

টেলিভিশন অভিনেত্রী এবং মডেলদের জোর করে দেহব্যবসায় জড়িত হতে বাধ্য করার অভিযোগে মুম্বইয়ের এক হোটেল থেকে এক মহিলাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া ওই মহিলার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত বুধবার। গোপন সূত্রে খবর পেয়ে খরিদ্দার সেজে ওই মহিলার কাছে আবেদন করেন মুম্বই পুলিশের এক অফিসার। তাঁকে সান্তাক্রুজ এলাকার এক হোটেলে যাওয়ার নির্দেশ দেন ওই মহিলা। খরিদ্দার সেজে হোটেলে পৌঁছনোর পর ওই পুলিশ কর্মীর কাথে এক লক্ষ টাকা চাওয়া হয়। ওই হোটেল থেকেই এক মডেল এবং এক টোলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়। তাঁদের অভিযোগ, জোর করে এই কাজ করতে তাঁদের বাধ্য করতেন ওই মহিলা।

পিআইটিএ- অর্থাৎ প্রিভেনশন অফ ইমমব়্যাল ট্রাফিকিংয়ে আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া মহিলার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই মোবাইলের সূত্র ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত অনেকের খোঁজ পাওয়া যেতে পারে। এই মহিলারর মাধ্যমে মধুচক্রের সঙ্গে যুক্ত একটি বড় চক্রের সন্ধান পেতে পারে বলে অনুমান পুলিশের। গোটা ঘটনায় সাক্ষী দেবেন উদ্ধার হওয়া ওই মডেল এবং ওই টেলিভিশন অভিনেত্রী।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই মহিলা নিজেও মডেলিং করতেন। তাঁর বয়স ৩২ বছর। টেলিভিশন অভিনেত্রী এবং মডেলদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে নাকি মধুচক্রে যুক্ত হতে বাধ্য করেন। এ জন্য তাঁদের সঙ্গে চার লক্ষ টাকা করে চুক্তি করা হয়। উদ্ধার হওয়া ওই মডেল এবং টেলি অভিনেত্রী নাকি এ সব তথ্য পুলিশকে জানিয়েছেন।

গোটা বিষয়টি মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার নজরে আসার পর তাঁরা ওই মহিলাকে ধরতে ফাঁদ পাতেন। তবে তাঁদের অনুমান, এর সঙ্গে আরও বড় কোনও নামও জড়িয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া দুই মহিলা পুরোপুরি পুলিশকে সহযোগিতা করছেন। তদন্ত শুরু হয়েছে। সে কারণেই এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে রাজি নন।

গত মাসে পর্ন ভিডিয়ো তৈরি এবং তা একটি নির্দিষ্ট অ্যাপে প্রকাশের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজের বিষয়টি এখনও বিচারাধীন। রাজ কাণ্ডেও বেশ কিছু মডেল এবং অভিনেত্রী প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। পুলিশের কাছে গিয়ে বয়ান রেকর্ডও করিয়েছেন। এই ঘটনার সঙ্গে রাজের ঘটনার কোনও সংযোগ রয়েছে কি না, তা নিয়েও কৌতূহলী হয়ে পড়েছেন দর্শকের একাংশ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনও তথ্য দেয়নি।

আরও পড়ুন, তৈমুর, জেহ বা ইব্রাহিম নয়, তা হলে কাকে রাখি পরাল ইনায়া?

Next Article