AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত আমির খান, বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে

আমিরের হাতে এই মুহূর্তে রয়েছে তাঁর পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’। জানা গিয়েছে, সুস্থ হওয়ার পর ফের এই ছবির কাজে হাত দেবেন তিনি।

করোনা আক্রান্ত আমির খান, বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে
আমির খান।
| Updated on: Mar 24, 2021 | 1:08 PM
Share

করোনা আক্রান্ত হলেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) আমির খান (Aamir Khan)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আমির কোভিড ১৯ (covid 19) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্পূর্ণ করোনা সংস্ক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন তিনি। আমিরের মুখপাত্র জানিয়েছেন, কর্মসূত্রে গত কয়েকদিন যাঁরা আমিরের ঘনিষ্ঠ বৃত্তে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।

আমিরের হাতে এই মুহূর্তে রয়েছে তাঁর পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’। জানা গিয়েছে, সুস্থ হওয়ার পর ফের এই ছবির কাজে হাত দেবেন তিনি। আপাতত তাঁর প্রোডাকশনের কাজ চললেও নিজে কোনও রকম কাজ করবেন না। আমিরের স্ত্রী কিরণ এবং ছেলে আজাদ একই বাড়িতে থাকলেও করোনা বিধি মেনে আলাদা থাকছেন তাঁরা। আমিরও নাকি সম্পূর্ণ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব। চিকিৎসকদের একটা বড় অংশের মত এমটাই। তাই সর্বস্তরে সচেতনতার বার্তা দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বলিউডে একে একে রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, তারা সুতারিয়া, সতীশ কৈশিক, অমিত রবীন্দ্রনাথ শর্মা, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো একাধিক বলি তারকা করোনায় আক্রান্ত। টলিউডে আক্রান্ত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। ফলে নিউ নর্মালে নতুন করে সব কাজ শুরু হলেও সাবধান থাকতে হবে সকলকে। ফের লকডাউনের সম্ভবনার কথাও শোনা যাচ্ছে কোনও কোনও মহলে।

আরও পড়ুন, সাত মাসের ‘প্রেগন্যান্ট’ জুহি কেন নস্ট্যালজিক হয়ে পড়ছেন?