Aamir Khan: নিজের অনস্ক্রিন মেয়েকেই নায়িকা হিসেবে পেতে চাইছেন আমির; ফাতিমার সঙ্গে প্রেম কি তবে সত্যি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 19, 2023 | 8:13 PM

Fatima Sana Shaikh: বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, একদা কন্যার চরিত্র কাস্ট হওয়া সানাকে অনস্ক্রিন প্রেমিকার চরিত্রে চাইছেন ঠিক 'বাস্তব'-এর মতোই। ছবিটি নাকি পরিচালনা করছেন অদ্বৈত চৌহান, যিনি অতীতে আমির অভিনীত 'সিক্রেট সুপারস্টার' এবং 'লাল সিং চাড্ডা' পরিচালনা করেছেন। 'সিক্রেট সুপারস্টার' বক্স অফিসে দারুণ পারফর্ম করেছিল। কিন্তু 'লাল সিং চাড্ডা' মুখ থুবড়ে পড়ে।

Aamir Khan: নিজের অনস্ক্রিন মেয়েকেই নায়িকা হিসেবে পেতে চাইছেন আমির; ফাতিমার সঙ্গে প্রেম কি তবে সত্যি?
(বাঁ দিকে) আমির এবং ফাতিমা।

Follow Us

২০২১ সালের খবর। জানা যায়, তাঁদের ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বিবাহবিচ্ছেদের খবর আমির জানিয়েছিলেন সেই সময়। এবং সেই সঙ্গে এও জানিয়েছিলেন, তিনি এবং তাঁর স্ত্রী কিরণ আলাদা হওয়ার পথে হাঁটছেন। যদিও তাঁদের এই শেষ ‘শেষ’ নয়। নতুন শুরু। পুত্র আজ়াদের কথা মাথায় রেখেই তাঁরা কো-প্যারেন্টিংয়ের পথকে বেছে নিয়েছিলেন। আধুনিক ফ্যামিলি এমনই হয়! সেই সঙ্গে কানাঘুষো এও শোনা গিয়েছিল, আমিরের জীবনে তৃতীয় এক নারীর আবির্ভাবের কারণেই নাকি অভিনেতার বিয়েটা টেকেনি কিরণের সঙ্গে।

সেই নারীর নাম নাকি ফাতিমা সানা শেখ। উল্লেখ্য, ফাতিমা আমিরের চেয়ে বয়সে অনেক ছোট। যদিও বয়সে ছোট হওয়ার বিষয়টা কোনও ব্যাপারই না এখন। তবুও ফাতিমা একটা সময় বড় পর্দায় আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ‘দঙ্গল’ ছবিতে। এত গৌরচন্দ্রিকার কারণ, এই ফাতিমাকেই এখন নিজের বিপরীতে নায়িকার চরিত্রে কাস্ট করতে চলেছেন আমির।

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, একদা কন্যার চরিত্র কাস্ট হওয়া সানাকে অনস্ক্রিন প্রেমিকার চরিত্রে চাইছেন ঠিক ‘বাস্তব’-এর মতোই। ছবিটি নাকি পরিচালনা করছেন অদ্বৈত চৌহান, যিনি অতীতে আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন। ‘সিক্রেট সুপারস্টার’ বক্স অফিসে দারুণ পারফর্ম করেছিল। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়ে। এই হার আমিরকে ভিতর থেকে ভেঙে দিয়েছে এক্কেবারে। দুঃখ ভুলতে দু’মাসের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন আমির। সঙ্গে গিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং পুত্র আজ়াদ।

Next Article