Aamir Khan: বন্যার কবলে আমির খান, চেন্নাইয়ের ভয়াবহ দুর্যোগে কী হল ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2023 | 9:55 PM

Chennai Flood: সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন তাঁকে উদ্ধার করার মুহূর্তের ছবি। আর সেই ছবিতেই ধরা পড়লেন আমির খানও। ছবি দেখে স্পষ্ট হয়ে গেল যে এই দুর্যোগে চেন্নাইতে আটকে পড়েছিলেন সুপারস্টার আমির খানও।

Aamir Khan: বন্যার কবলে আমির খান, চেন্নাইয়ের ভয়াবহ দুর্যোগে কী হল মিস্টার পারফেকশনিস্ট-এর?

Follow Us

গত দুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে চেন্নাইয়ের দুর্যোগ। ব্যপক ঘুর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা এলাকা। জল জমে বন্যা পরিস্থিতি। আটকে রয়েছেন বহু মানুষ। দ্রুত উদ্ধারকারী দল নেমে পড়েছেন যথাসম্ভব মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে। এই বন্যাতেই আটকে পড়েছিলেন দক্ষিণের অভিনেতা বিষ্ণু বিশাল। সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেয়ার করেছেন তাঁকে উদ্ধার করার মুহূর্তের ছবি। আর সেই ছবিতেই ধরা পড়লেন আমির খানও। ছবি দেখে স্পষ্ট হয়ে গেল যে এই দুর্যোগে চেন্নাইতে আটকে পড়েছিলেন সুপারস্টার আমির খানও। তাঁকেও উদ্ধার করে বোর্টে করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়। দুই অভিনেতাই এখন সুরক্ষিত। যদিও খবরটা প্রকাশ্যে আসে বিষ্ণু বিশালের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। কারণ এখনও পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, ৫ ডিসেম্বর রাত পর্যন্ত আমির খান এই বিষয় সোশ্যাল মিডিয়ায় কিছুই জানাননি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ ডিসেম্বর), দুপুর ১টা নাগাদ অন্ধ্র প্রদেশের নেলোর এবং কাভালির মধ্যে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। পরবর্তী ৩ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। সেই সময় ঝড়ের গতি ছিল ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়, ল্যান্ড ফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এরপর এই অতি তীব্র ঘূর্ণিঝড় আরও উত্তরের দকে এগিয়ে যাবে এবং পরবর্তী কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি বৃষ্টির জেরে, তামিল নাড়ুতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তবে অন্ধ্র প্রদেশ থেকে এখনও কোনও হতাহতের খবর আসেনি।

Next Article