অমিতাভ বচ্চনের নাতনি, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন কন্যা আরাধ্যা বচ্চন এবার কোর্টের দ্বারস্থ। দিল্লির উচ্চ আদালতে মামলা দায়ের করলেন তিনি। এক ইউটিউব চ্যানেলের ভুয়ো তথ্যের ভিত্তিতেই এই অভিযোগ দায়ের। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যে খবর ছড়ানোর জেরে এবার বেপাকে ওই সংস্থা। রাত পোহালেই বিচার। ২০ এপ্রিলই এর শুনানি কোর্টে। ১৯ এপ্রিল, ১০২৩, বুধবার আদালতে অভিযোগ জানায় আরাধ্যা। তার বয়স বর্তমানে ১১ বছর, সে নাবালিকা। তাকে নিয়ে এই প্রকারের মিথ্যে খবর ছড়াচ্ছে, যার বিরুদ্ধে এবার সরব হল আরাধ্যা। সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এ অধিকাংশ সময়ই জায়গা করে নিয়ে থাকে আরাধ্যা। মা-বাবা পরিবারর সকলেই সেলিব্রিটি, ফলে জন্ম লগ্ন থেকেই আরাধ্যা লাইমলাইটে।
অতীতে তাকে নিয়ে চর্চা হলে প্রতিবাদ করতে দেখা যায় অভিনেতা অভিষেক বচ্চনকে। এবার নিজের হয়েই রুখে দাঁড়ালেন আরাধ্যা। অতীতে আরাধ্যাকে নিয়ে ট্রোল প্রসঙ্গে অভিষেক বচ্চন জানিয়েছিলেন, এই বিষয়টা কোনও মতেই তিনি সহ্য করবেন না। এটা কখনই কাম্য নয়।
অভিষেক বচ্চন সেদিন আরও বলেন, আমি পাবলিক ফিগার আমায় নিয়ে বলুন। তবে আরাধ্যাকে এসবের বাইরে রাখাি ভাল। যদিও এবার আর পরিবার নয়, আরাধ্যা নিজেই পদক্ষেপ নিল। একটা সময় পাপারাৎজিদের দেখলে যে মেয়ে মুখ লুকিয়ে নিত, কাঁদতে শুরু করে দিত, সেই আরাধ্যাই এবার সেলেবলাইফের লড়াইটা শিখে গিয়েছে। ফলে ভুয়ো তথ্যের জালে তাকে আর ফেলা যাবে না। ভুলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম সে।