
বরাবরই নিজের মানসিক সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ে ইরা খান। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ফের তিনি খোলাখুলি কথা বললেন। এবার তিনি পাশে পেলেন তাঁর বাবা আমির খানকেও। সেদিন আমিরও মন খুলে কথা বললেন সকলের সামনে। জানালেন, মেয়ে ইরার মতো তিনিও মনের চিকিৎসা করিয়েছেন বছরের পর-বছর ধরে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করেছেন আমির। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত থেরাপির কী-কী কার্যকারিতা, তা নিয়ে মানুষকে সচেতন করেছিলেন বাবা-মেয়ে। আমিরের বক্তব্য, শরীরের যেমন অসুখ করে। মনেরও তেমনই অসুখ হতে পারে। তাই ডাক্তারের কাছে, অর্থাৎ মনের চিকিৎসকের কাছে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমির বলেছেন, “আমার মেয়ে এবং আমি, আমরা দু’জনেই বছরের পর-বছর মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগেছি। আমাদের চিকিৎসাও চলেছে। মনোবিদরা আমাদের পাশে ছিলেন। আমরা কিন্তু লজ্জা পাইনি।”
২০২২ সালে মুক্তি পায় আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ এই ছবি। কিন্তু বলিউডে ব্যবসা করতে পারেনি সেই অর্থে। এর কারণ সেই সময়ে বলিউডে চলছিল ‘বয়কট বলিউড’ ক্যাম্পেনিং। যার কবলে পড়েন আমিরও। এবং দর্শক তাঁর ছবি হলে গিয়ে দেখতে রাজিও ছিলেন না। ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়ার পর দু’মাসের জন্য প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং আজ়াদকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন আমির। এবার ফের তাঁকে দেখা যাবে একটি পিরিয়ড পিস গল্পে। ছবির নাম ‘লাহোর, ১৯৪৭’। তাতে অভিনয় করেছেন সানি দেওয়ালও।