Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjay Leela-Fardeen: সঞ্জয়ের হাত ধরে কামব্যাক করতে চলেছেন ফারদিন খান

Sanjay Leela-Fardeen: এই সিরিজ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে বি-টাউনে, বিশেষ করে কাস্টিং এবার খবর ছিল ফারদিন খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য কাস্ট করা হয়েছে।

Sanjay Leela-Fardeen: সঞ্জয়ের হাত ধরে কামব্যাক করতে চলেছেন ফারদিন খান
সঞ্জয়ের হাত ধরে ফারদিনের কামব্যাক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 8:29 PM

২০০ কোটি বাজেট সঞ্জয় লীলা ভনশালির নতুন সিরিজ ‘হীরামাণ্ডি’র। যে সিরিজে বলিউডের বহু শিল্পীর নাম রয়েছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য নাম এই সিরিজের মুমতাজ এবং ফারদিন খান। ৪৫ বছর পর সঞ্জয়ের হাত ধরে আবার অভিনয় জগতে ফিরছেন মুমতাজ। সঙ্গে তাঁর জামাই ফারদিন খানও। এই খবরের মান্যতা নিজেই দিয়েছেন এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। যিনি বিয়ে করে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন। এর আগে অনেকবারই তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব গেলেও, কোনও গল্পই তাঁর পছন্দ হয়নি, তাই ফিরিয়েছেন প্রস্তাব। নিজেই জানিয়েছেন এই কথা মুমতাজ। এবার সঞ্জয়ের প্রস্তাব না ফেরানো কারণ ছবির কাহিনি। অন্যদিকে বহুদিন পর্দার বাইরে ফারদিন। নেশার কারণে তাঁর চেহারারও হয়েছে পরিবর্তন। এখন অবশ্য আগে থেকে অনেকটাই ফিট এক সময়ের মহিলা ভক্তদের হার্টথ্রব ফারদিন। সঞ্জয়ের ‘হীরামাণ্ডি’ কামব্যাক হিসেবে একটা বড় ব্রেক ফিরোজ পুত্রের।

সঞ্জয়ের সিনেমাগুলো একটা রূপকথার মতো হয়। সেট থেকে গল্পের বুননে সবেতেই থাকে একটা অন্যরকম অনুভূতি। পরিচালকের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। এর পরই তিনি ‘হীরামান্ডি’র জন্য প্রস্তুতি শুরু করেন। তাঁর এই সিরিজ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে বি-টাউনে, বিশেষ করে কাস্টিং এবার খবর ছিল ফারদিন খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য কাস্ট করা হয়েছে।

হ্যাঁ, ই-টাইমসের প্রতিবেদন অনুসারে  ‘হীরামান্ডি’তে অভিনয় করেছেন ফারদিন খান। শুধু তাই নয়, প্রতিবেদন সূত্রে আরও বলা হয়েছে যে ফারদিনকে সঞ্জয়ের পিরিয়ড ড্রামা সিরিজে অদিতি রাও হায়দারির বিপরীতে কাস্ট করা হয়েছে।  মজার বিষয় হল, ফারদিনের আগে তাঁর শাশুড়ি মা মমতাজের কাছে প্রস্তাব যায়। আর তখনই তিনি নিজের পাশাপাশি ফারদিনের কথাও স্বীকার করেন। এমনকি তাঁর দাবি ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন নায়ক।

‘হীরামান্ডি’ ৮ পর্বের ওয়েব সিরিজ। শুটিং শুরু হয়েছে। সিরিজের ডিওপি সুদীপ চট্টোপাধ্যায় গত মাসে ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করেছিলেন যাতে লেখা ছিল ‘পরিচালক: সঞ্জয় লীলা বনসালি…ডিওপি: সুদীপ চ্যাটার্জি…মহুরতের শট…তারিখ: ২৭.০৬.২০২২’। পোস্টটি শেয়ার করার সময় সুদীপ লিখেছেন, “নতুন শুরুতে”। গত বছরের অগস্টে নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ‘হীরামান্ডি’-র জন্য সঞ্জয়ের সঙ্গে সহযোগী হচ্ছে জানিয়েছিল। “আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে সঞ্জয় লীলা ভনশালির ‘হীরামান্ডি’ নেটফ্লিক্সে আসছে,” সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এটা জানানো হয়।

মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, নিমরত কৌর এবং সায়ানি গুপ্তা এই সিরিজের একটি অংশ। রয়েছেন অদিতি রাও হায়দারি। এই সিরিজেও সঞ্জয় সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিজেই নিয়েছেন।